রবীন্দ্র সরোবর লেকের গেটের তালা ভাঙাকে সমর্থন করে এ কী বললেন দিলীপ!

সকাল থেকে রবীন্দ্র সরোবর গেটের তালা ভেঙে ছট পুজোর আয়োজন করা নিয়ে উত্তপ্ত গোটা রবীন্দ্র সরোবর চত্বর। কিন্তু সেই তালা ভাঙাকেই সমর্থন করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

ছট পুজো উপলক্ষে বাবুঘাট পরিদর্শনে গিয়ে তিনি এ প্রসঙ্গে বলেন, কোর্টের নির্দেশ দিলেই তো হল না। সেই নির্দেশ কার্যকর যাতে হয়, সেটাও দেখার দায়িত্ব সরকারেরই। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি রাজ্য সরকার। শুধু গেটে তালা লাগিয়ে এতগুলো মানুষের ধর্ম নষ্ট করা যায় না। বছরের পর বছর লক্ষ্য লক্ষ্য মানুষ রবীন্দ্র সরোবর লেকে ছট পুজোর আয়োজন করেন। তাদের জন্য কোনও বিকল্প ব্যবস্থা না করে কী করে সরকার তালা লাগিয়ে দিতে পারে। এটা অনৈতিক। আমি তালা ভাঙাকে সমর্থন করছি না। কিন্তু শুধু তালা ভাঙার নির্দেশ পালন করাও যায় না। পুলিশ তো কোন কর্মের নয়। এ পুলিশ সরকারের পুলিশ।’

এখানেই থামেননি রাজ্য বিজেপি সভাপতি। বাবুঘাট থেকে তিনি এদিন জ্যোতিপ্রিয় মল্লিককেও কার্যত তুলোধনা করেছেন তিনি। এদিন তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগের দাবি করেন। তাঁর আরও সংযোজন, ‘জ্যোতিপ্রিয় মল্লিক কোনও মন্ত্রী হওয়ার যোগ্য নয়। দিন-রাত আবোল-তাবোল কথা বলে। ওর তো অবিলম্বে দিদিমণিকে পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া উচিত।’

প্রসঙ্গত, সোমবার কাশ্মীরের 5 বাঙালির শ্রমিক নিহতের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মোমবাতি মিছিলের ডাক দিয়েছেন। এ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘দুর্গাপুজোর সময় আফগানিস্তানেও তিনজন বাঙালি শ্রমিক মারা গিয়েছেন। মুখ্যমন্ত্রী কি সেটার তদন্তও করবেন, নাকি কাশ্মীর পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন?’ এভাবেই কার্যত রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি।

Previous articleহোয়াটসঅ্যাপে নজরদারি চালানোর বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি মমতার
Next articleশিবসেনাকে সমর্থনে অনিচ্ছুক সোনিয়া?