Tuesday, August 26, 2025

আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও মেঘনাথ সাহাদের বাংলায় এবার বসতে চলেছে পঞ্চম আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের উদ্যোগে 5 থেকে 8 নভেম্বর বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে বসবে বিজ্ঞান উৎসবের এই আসর। সায়েন্স সিটিতে হবে বিজ্ঞান মেলা ও প্রদর্শনী। এই বছরের থিম ‘রাইসেন ইন্ডিয়া’। এই অনুষ্ঠানের সেরা আকর্ষণ তরুণ বিজ্ঞানীরা। উৎসবে যোগ দেবে কমপক্ষে আড়াই হাজার ছাত্রছাত্রী। আসার কথা আছে ইসরোর প্রধান কে শিবেনের।

প্রয়োগ ভিত্তিক গবেষণা এবং রোজকার জীবনে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ তুলে ধরবেন গবেষকরা।
প্রথম দিনের আলোচনায় থাকবে জ্যোতির্পদার্থবিদ্যা। আলোর প্রতিফলন থেকে ব্ল্যাক হোল সবকিছুই আলোচনায় উঠে আসবে। অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স যে বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু আলোর পথ দেখিয়েছিলেন বিজ্ঞান উৎসবের প্রথম দিনটি হবে তাঁকে স্মরণ করে।
দ্বিতীয় দিনের আকর্ষণ ইলেকট্রনিক্স এবং অপটিক্যাল সায়েন্স। কসমেটিক ওয়েব বা মহাজাগতিক বিকিরণ নিয়েও আলোচনা হবে দ্বিতীয় দিনে। আলোচিত হবে সি ভি রমন ও সত্যেন্দ্রনাথ বসুর তত্ত্ব।
7 নভেম্বর, তৃতীয় দিন আলোচনা হবে বেতার তরঙ্গ নিয়ে। বিশ্বের যে তিনজন তারবিহীন টেলিগ্রাফ যন্ত্রের উদ্ভাবনে পথ দেখিয়েছিলেন, তার অন্যতম এই বাংলার আচার্য জগদীশচন্দ্র বসু। তাঁর আবিষ্কার নিয়েই তৃতীয় দিনের আলোচনা।
চতুর্থ অর্থাৎ শেষদিন আলোচনার বিষয় ডিএনএ। জীববিদ্যার গবেষণায় ডিএনএ এক নতুন অধ্যায় খুলে দিয়েছে।


চারদিনের এই আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব ঘিরে এখন সাজো সাজো রব। আলোচনার পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন ফিল্ম দেখানোরও পরিকল্পনা রয়েছে।

Related articles

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...

বিহার-ভোটেও ‘খেলা হবে’: বাংলার স্লোগান এখন ভারতজুড়ে

শেষ বিধানসভা ভোটে তৃণমূলের মূল স্লোগান ছিল 'খেলা হবে' (Khela hobe)। প্রতিটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের এই স্লোগান...
Exit mobile version