বেহালায় পুকুর ভরাট! এলাকায় ছুটে গেলেন মেয়র

0
4

বেহালার কলকাতা পুরসভার অন্তর্গত ১৩১ নম্বর ওয়ার্ডে পঞ্চানন তলা লেনে একটি জমিকে কেন্দ্র করে বিতর্ক। পুরসভার কাছে স্থানীয় বাসিন্দারা ওই জমিতে আবারও পুকুর কাটার জন্য আবেদন করে। এরপর পুরসভার পক্ষ থেকে পুকুর খনন করতে এলে অন্য একদল মানুষ তাতে বাধা দেন। এরপর সমস্ত বিষয়টি নিয়ে স্থানীয় মানুষজন মেয়রের কাছে বিষয়টি নিষ্পত্তির জন্য আবেদন করেন।

তারই ভিত্তিতে বুধবার সকালে মেয়র ফিরহাদ হাকিম বিতর্কিত জমি পরিদর্শনে আসেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। মেয়রের সঙ্গে ছিলেন রত্না চট্টোপাধ্যায়ও।  ওয়ার্ড কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে ওই এলাকাটি দেখাশুনা করেন রত্নাই।

আরও পড়ুন – মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৬০ স্কুল পড়ুয়া

স্থানীয় কিছু মানুষ আবেদন করেন, হয় পুকুরটি খনন করা হোক অথবা এখানে একটি পার্ক তৈরি করে দেওয়া হোক। যাতে কোনওভাবেই আবর্জনা ফেলে অঞ্চলের দূষণ না ছড়ায়। মেয়র স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সমস্ত বিষয়টি শুনে জানান, পুরসভার কাছে জমিটি পুকুর হিসেবে রেকর্ড আছে। যেহেতু, জমির মালিক জমিটিকে পরিষ্কার করছেন না এবং এর কারণে অঞ্চলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, তাই পুরসভার পক্ষ থেকে জমি পরিষ্কার করার ব্যবস্থা করা হবে। এবং আগামী দিনে এর সমস্ত আর্থিক খরচ জমির মালিকের উপর বর্তাবে। এছাড়া জমির মালিকানা নিয়ে হাইকোর্টে মামলা চলছে তাই পুরসভার পক্ষ থেকেও হাইকোর্টের কাছে আবেদন করা হবে জমিটির প্রকৃত অবস্থান জানার জন্য। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মেয়র।

আরও পড়ুন – সন্তানের জন্ম দিয়েই মারা গেলেন ডেঙ্গু আক্রান্ত মহিলা পুলিশকর্মী