Tuesday, January 13, 2026

মেডিক্যাল পরীক্ষাও বাংলায় করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলা ভাষাতেও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা চাই। চাই মেডিক্যাল পরীক্ষাও। তৃণমূলের ওয়ার্কিং কমিটির বর্ধিত সভা সেরে ফের বাংলার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বহু আগে চিঠি দিয়েছেন বাংলায় জয়েন্ট পরীক্ষার জন্য। শুনলাম আঞ্চলিক ভাষায় পরীক্ষা করার জন্য গুজরাটের পাশাপাশি মহারাষ্ট্রও দাবি জানিয়েছিল। আমার প্রশ্ন হল তাহলে মহারাষ্ট্রের দাবি উপেক্ষা করে কেন শুধু গুজরাটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হলো? আমি গুজরাটি ভাষার পক্ষে। গুজরাটি ভাষা ভালবাসি। দেশের সব ক’টি ভাষা আমার প্রাণ। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যদি গুজরাটি ভাষায় জয়েন্ট পরীক্ষা হয়, তাহলে ভারতবর্ষের সবক’টি আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা করতে হবে। আমার দাবি মেডিক্যাল পরীক্ষাও হোক বাংলাতে। আমরা অন্য ভাষা শিখি। শিখতেই হয় কাজের জন্য। কিন্তু মাতৃভাষায় পরীক্ষা দেওয়া গেলে সেটা তো পড়ুয়াদের পক্ষে ভালই হবে, সব পড়ুয়ার পক্ষেই ইতিবাচক হবে।

তপসিয়ায় তৃণমূলভবনে এদিন বিধায়ক ও সাংসদদের সঙ্গে ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে বসেছিলেন তৃণমূলনেত্রী। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু জানাতে গিয়ে নেত্রী বলেন এনআরসি নিয়ে প্রচার চলবে। জাতি ধর্ম নির্বিশেষে ভারতবাসী হিসেবে আমাদের নিজেদেরকে ভাবতে হবে। একটার পর একটা তথ্যপঞ্জি চাইছে সরকার। মানুষ ক’টা তথ্যপঞ্জি তৈরি করবে? ওপার বাংলা থেকে যারা উদ্বাস্তু হিসেবে এসেছিলেন দীর্ঘদিন ধরে তারা ভারতের নাগরিক। তাহলে তাদেরকে আবার নতুন করে কেন নাগরিকত্বের পরিচয় দিতে হবে? এ নিয়ে আমাদের প্রচার চলবে। ১০তারিখ নবী দিবস এবং ১২ তারিখ গুরু নানকের ৫৫০তম জন্মদিন। তাই ওই দু’দিন দিন বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ১১ই নভেম্বর রাজ্যের সমস্ত ব্লক, ওয়ার্ড জুড়ে তৃণমূল এনআরসি নিয়ে প্রচার করবে। এছাড়া যুব তৃণমূল যুব কংগ্রেসকে বলেছি একটি দিন দেখে রানি রাসমণি অথবা কাছাকাছি কোথাও সভা করতে।

মুখ্যমন্ত্রী এদিন মনে করিয়ে দেন আগামী কয়েকদিনের মধ্যেই অযোধ্যার রায় বের হবে। এ ব্যাপারে সমস্ত মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে তিনি বলেন, এ বিষয় নিয়ে দলের মধ্যে একমাত্র আমিই বলব।

আরও পড়ুন-দিলীপের বচন মনে রেখেই গরু জামিন দিয়ে লোন নিতে হাজির কৃষক

 

spot_img

Related articles

নরখাদক অভিযোগে শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত

মৃতদেহের মাংস খেতেই খুন! সোমবার সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ...

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...