Sunday, November 16, 2025

“মমতা সেতু” কেন, জনসমুদ্রে দাঁড়িয়ে ব্যাখ্যা দিলেন কুণাল

Date:

শুক্রবার পড়ন্ত বিকেল।

কোচবিহারের দিনহাটা বড়ভিটায় বুড়া ধরলা নদীর উপর “মমতা সেতু” উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তাঁর MPLAD থেকে বরাদ্দ টাকা থেকে তৈরি এই সেতু। এলাকায় তখন বাঁধভাঙা উচ্ছ্বাস। দলে দলে মানুষ। দীর্ঘদিনের যন্ত্রণামুক্তির আনন্দ। ফলক উন্মোচন আর ফিতে কেটে সেতু উদ্বোধনের পর প্রায় 60 মিটার লম্বা সেতু সদলে ঘুরে দেখেন প্রাক্তন সাংসদ। সঙ্গে জেলা পরিষদ সদস্য কৃষ্ণকান্ত বর্মণ, যাঁর অনুরোধে এই সেতু নির্মাণে কুণালের এগিয়ে আসা।

কেন “মমতা সেতু”, সাংবাদিকদের ঝাঁক ঝাঁক প্রশ্নের জবাবে সাবলীল কুণাল:” প্রথমত দীর্ঘদিনের সমস্যায় জর্জরিত এলাকার প্রতি আমাদের সকলের মমতা। আর দ্বিতীয়ত, আমি সাংসদ তহবিল থেকে টাকা দিয়েছি নিশ্চয়ই, কিন্তু আমাকে যিনি সাংসদ করেছিলেন, এই সেতু তাঁর নামেই উৎসর্গ থাক।”

এই এলাকায় নদীর জন্য বাঁশের সাঁকো টিঁকত না। বেশ বড় নদী। কলার ভেলায় যাতায়াত। নৌকো অনিশ্চিত। এদিন বিকেল থেকে সেই নদী হেঁটে পার হচ্ছেন সবাই। দুই ধারের সামান্য কাজ বাকি। কৃষ্ণ বলেন,” শিগগিরই শেষ হয়ে যাবে।” সেতু দেখতে মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল দেখার মত।

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version