কোচবিহারের স্বপ্নপূরণ, মমতা সেতুর উদ্বোধনে কুণাল

আর এক স্বপ্নপূরণ কোচবিহারের। একটি সেতু উপহার পেল দিনহাটা। বুড়া ধরলা নদীর উপর তৈরি হয়েছে এই মমতা সেতু। দৈর্ঘ্য ৬০ মিটার। সৌজন্যে অবশ্যই প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এবং বলতেই হবে জেলা পরিষদ সদস্য কৃষ্ণকান্ত বর্মনের উদ্যোগ। তাঁর চেষ্টা এবং উদ্যোগেই সুদূর কোচবিহারে এসেছে সাংসদ তহবিল। কুণালের সাংসদ তহবিল থেকে দু’দফায় দেওয়া ৯৮ লক্ষ টাকায় তৈরি হয়েছে সেতু। সাধারণ মানুষ তো উপকৃত হবেনই। তবে স্কুল পড়ুয়াদের হবে সবচেয়ে বেশি সুবিধা। প্রতিদিন তাদের নদী পেরিয়ে যেতে হত। মিটল সেই সমস্যা। পেল তারা পাকা সেতু। মমতা সেতু উদ্বোধনের পর দিনহাটা থেকে এলাকার মানুষের সঙ্গে কথা বললেন ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর সাংবাদিক সোমনাথ বিশ্বাস সঙ্গে চিত্র সাংবাদিক বিকাশ কলপ।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-সাংসদ তহবিলের অর্থে দিনহাটায় স্কুল সম্প্রসারণ, উদ্বোধনে কুণাল