Tuesday, November 18, 2025

“আতঙ্ক ছড়াবেন না” নবান্নের কন্ট্রোলরুম থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

“ঘূর্ণিঝড় ‘বুলবুল’-র মোকাবিলায় প্রশাসনের তরফে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। অযথা আতঙ্ক ছড়াবেন না।” উপকূলবর্তী এলাকা থেকে ইতিমধ্যেই ১ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নবান্নের কন্ট্রোলরুম থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। সেখান থেকেই পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। দফায় দফায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, দক্ষিণ 24 পরগনা সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে সমুদ্রোপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ত্রাণ শিবির করে রাখা হয়েছে তাঁদের। রবিবার স্কুল বন্ধ। বুলবুলের পরিস্থিতি দেখে সোমবারও ওইসব অঞ্চলের স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ত্রাণ শিবিরে পাশাপাশি প্রচুর জায়গায় রান্নার ব্যবস্থাও করা হয়েছে। জেলা প্রশাসনকে সব সময় নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা থেকে ঘূর্ণিঝড় বুলবুল-এর অবস্থান ১৮০ কিলোমিটার দূরে। রাত ৮ থেকে রাত ১১টার মধ্যে সাগরদ্বীপ ও খেমুপোড়ার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর।

ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূল এলাকায়। ধীরে ধীরে ঝড়ের গতিবেগ বৃদ্ধি পাবে। স্থলভাগে আছড়ে পড়ার সময় অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল-এর গতি সর্বোচ্চ হতে পারে ১৩৫ কিলোমিটার।

Related articles

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...
Exit mobile version