স্কুল-কলেজ বন্ধ সাত জেলায়

বুলবুলের হামলার কারনে শনিবার রাজ্যের সাত জেলায় স্কুল-কলেজ বন্ধ ছিল। সোমবারও বন্ধ থাকবে স্কুল-কলেজ। মূলত কোনও রকমের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি যাতে না হয় তার জন্যই রাজ্য সরকারের আগাম এই ব্যবস্থাপনা এবং সর্তকতা। স্কুল কলেজ বন্ধ থাকবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম হাওড়া ও কলকাতায়। কলকাতায় সকাল থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। রোদ ওঠে। আবার মেঘলাও হচ্ছে মাঝে মাঝে আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর।