হাবড়ায় বিডিও-র বাংলোতে ডাকাতির ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিডিও অফিসে গাছ কাটার কাজ করছিল ফারুক আলি নামে এক মিস্ত্রি। সে একটি ডাকাত দল তৈরি করে। সইদুল বিশ্বাস, ফারুক আলি, সুদীপ রায়, শঙ্কর সাহা- প্রত্যেকেই আগে ডাকাতির সঙ্গে যুক্ত ছিল। দুষ্কৃতীদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন – যে ট্রেন বন্ধ থাকছে
