প্রথমে প্রধানমন্ত্রী, পরে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন মুখ্যমন্ত্রীকে

সকালে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুলবুল তাণ্ডবের পরিস্থিতির খবর নিয়ে প্রধানমন্ত্রী জানালেন সব রকমের সাহায্যের জন্য প্রস্তুত কেন্দ্র সরকার। তার কিছুক্ষণ পরেই সকালেই ফোন আসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে মূলত বুলবুল নিয়ে আলোচনা করেন, সাহায্যের আশ্বাস দেন। অমিত শাহ বলেন যাঁরা এই প্রকৃতির বিরুদ্ধে লড়ছেন তাদের প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান কেন্দ্র বুলবুলের উপর নজরদারি রাখছে। রাজ্য সরকারগুলির সঙ্গে ত্রাণ ব্যবস্থার জন্য সবসময় যোগাযোগ রাখছে।

বুলবুলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুই ২৪পরগনা এবং পূর্ব মেদনীপুর। পূর্ব বর্ধমানের কালনায় পেঁয়াজ চাষ কার্যত ধুয়ে মুছে গিয়েছে। নদিয়ায় ক্ষতি হয়েছে সরষে চাষ ও শীতকালীন সবজির। পূর্ব মেদিনীপুরের খেজুরি, নন্দীগ্রামে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি, রায়দিঘির বিস্তীর্ণ এলাকায় প্রচুর ঘরবাড়ি, দোকান এবং শস্যের ক্ষতি হয়েছে।

আরও পড়ুন = উত্তরবঙ্গ সফর বাতিল, বিধ্বস্ত এলাকায় কাল মমতা

Previous articleক্লান্তিহীন কান্তি, নিজের বাড়িতেই খুললেন ত্রাণ শিবির
Next articleবিডিও-র বাংলোতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪