পার্শ্ব শিক্ষকদের ধরণার অনুমতি

পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবনের সামনে ধরণার অনুমতি দিল হাই কোর্ট। রবিবার হাই কোর্টে বিচারপতি ধরণার অনুমতি দিয়ে বলেন, রাজ্য সরকারের মনে রাখা উচিত তারাও সরকারের কর্মী। তাদেরও ধরণার অধিকার রয়েছে। পার্শ্বশিক্ষকদের এর আগে ধরণার অনুমতি না দেওয়ায় তাঁরা হাই কোর্টে আবেদন করেন। তবে বিচারপতি কয়েকটি শর্ত আরোপ করেছেন। বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে হবে। মূল ধরণা মঞ্চে ৩০০ জনের বেশি বসা যাবে না। বাকিরা কিছুটা দূরে বিধান রায়ের মূর্তির কাছে বসতে পারবেন।

আরও পড়ুন – স্কুল-কলেজ বন্ধ সাত জেলায়

Previous articleমদের আসরে নোড়া দিয়ে মেরে বন্ধুকে খুন কলকাতায়
Next articleগুরুর শরণাপন্ন রোহিতদের ‘হেডস্যার’