Monday, November 17, 2025

নাগপুর টি-টোয়েন্টি ম্যাচের আগে সিরিজের ফলাফল ছিল 1-1। দূষণে ভরা দিল্লির বুকে প্রথম বাংলাদেশের কাছে হার স্বীকার করতে হয়েছিল ভারতকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রাজকোটে প্রত্যাবর্তন ঘটায় রোহিত শর্মার ভারত। 30 রানে সিরিজ জয় ভারতের।

যদিও রবিবাসরীয় এই ম্যাচে টস হারতে হয় ভারতকে। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান প্রত্যাশা মতো পারফরম্যান্স না দেখাতে পারলেও সকলের নজর কাড়েন তিন ও চার নম্বরে খেলতে নামা কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ার। যখন সইফুল ইসলামের বলে মাত্র দু’রান ও 19 রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান, তখন খেলার হাল ধরেন রাহুল এবং শ্রেয়াস। তাঁদের যুগলবন্দীতে 175 রান নিজেদের স্কোরবোর্ডে লাগাতে সক্ষম হয় ভারত। রাহুলের 52 এবং শ্রেয়াসের 62 রানের ওপর ভর করে 5 উইকেট খুইয়ে সৌম্যদের 176 রানের লক্ষ্যমাত্রা দেয় রবি শাস্ত্রির শিষ্যরা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র 9 রানে লিটন দাস সাজঘরে ফিরে গেলেও মহম্মদ নঈমের ঝোড়ো 81 রান বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহকে স্বস্তি দেয়। যখন নাগপুরের গ্যালারিতে বসে থাকা দর্শকরা ধরেই নিয়েছিল যে, ভারতের হাত থেকে রবিবাসরীয় এই ম্যাচ এবং সিরিজ ফসকে যেতে বসেছে, তখন দীপক চাহারের স্পেলে কুপোকাত হয়ে যায় বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। তার স্পেলে একে একে ফিরে যান সৌম সরকার, মহম্মদ মিঠুন, মুশফিকুর রহিমরা। তবে শুধু চাহার নন, বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া শিবম দুবেও কামাল দেখিয়ে গেলেন। তিনিও তিনটি উইকেট নিয়ে কার্যত ভারতের জয় নিশ্চিত করে দিয়ে গেলেন।

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version