শান্তিনিকেতনের ধোলটিকুড়ি গ্রামে ডায়েরিয়ায় আক্রান্ত হলেন ২৫ জন। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ওই এলাকায় ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে তা বুঝতে পারছেন না গ্রামবাসীরা। তবে স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। তা থেকেই ডায়েরিয়া প্রকোপ দেখা দিয়েছে বলে অনুমান গ্রামবাসীদের।

আরও পড়ুন-ফের গতির বলি তিন যুবক

