বিজেপির সময় খারাপ, ঝাড়খণ্ডেও শরিকি-বিবাদ, ভাঙনের মুখে NDA

মহারাষ্ট্র থেকেই কি NDA-তে ভাঙন শুরু হলো? ওই রাজ্যে ভোটের মুখে জোট নিয়ে জেরবার বিজেপি।

বিজেপির সঙ্গে তিন দশকের সখ্য ভেঙে মহারাষ্ট্রে ‘মুক্ত’ হয়েছে শিবসেনা। মহারাষ্ট্রের পর এবার ঝাড়খণ্ডেও শরিক সমস্যার চাপে বিজেপি। আগামী 30 নভেম্বর থেকে বিধানসভা নির্বাচন শুরু এই রাজ্যে। তার আগে আসন সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করেছে গেরুয়া-শরিকরা। আসন ভাগাভাগি নিয়ে বিজেপির সঙ্গে দুই শরিক, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন ও লোক জনশক্তি পার্টির মতের অমিল দেখা দিয়েছে প্রবলভাবে। এতেই এবার বিপাকে বিজেপি। যে কোনও মুহূর্তে ভাঙতে পারে NDA-জোট।

ঝাড়খণ্ডে বিজেপির জোটসঙ্গী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি এবার 50টি আসনে একাই লড়াই করছে, যেখানে বিজেপি তাদের 6টি আসন দিয়েছিলো। অন্যদিকে, আর এক শরিক AJSU দাবি করেছে, 19 আসনে তাদের লড়তে দিতে হবে। বিজেপি তাদের 9টির বেশি আসন ছাড়তে রাজি নয়। AJSU ইতিমধ্যে 12 আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। এর মধ্যে চারটি আসনে তারা বিজেপির বিরুদ্ধেই প্রার্থী দিয়েছে । সব মিলিয়ে আশঙ্কা বাড়ছে, মহারাষ্ট্র ছায়া এবার পড়েছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে বিজেপি ভোটের আগেই শরিক-হারা হতে পারে।

আরও পড়ুন-BRICS সম্মেলনের পর পৃথক আলোচনায় পুতিন ও জিন পিং-এর সঙ্গে মোদি