BRICS সম্মেলনের পর পৃথক আলোচনায় পুতিন ও জিন পিং-এর সঙ্গে মোদি

BRICS-এ যোগ দিতে মঙ্গলবার ব্রাসিলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। BRICS-এ এবারের থিম ‘ইকোনমিক গ্রোথ ফর অ্যান ইনোভেটিভ ফিউচার’। এই নিয়ে BRICS-এ ৬ বার যোগ দিতে চলেছেন মোদি।
সূত্রের খবর , BRICS-এর সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা রাষ্ট্রপতি শিং জিন পিং এবং প্রমুখ।

এই সম্মেলনের পর পুতিন এবং জিন পিং-এর সঙ্গে পৃথক আলোচনায় বসতে পারে মোদি, বলে জানা গিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী BRICS ব্যবসায়িক ফোরামের সমাপ্তি অনুষ্ঠানেও অংশ নেবেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, BRICS-এ সারা বিশ্বে সার্বভৌমত্ব প্রয়োগের জন্য চ্যালেঞ্জ এবং কীভাবে তা সমসাময়িক বিশ্বে প্রয়োগ করা হবে তা নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন-কেমব্রিজে ভারতীয় কন্যার পাশে সতীর্থরা