চিত্‍কার, এলাকা নোংরা করায় পথের কুকুরকে গুলি চালিয়ে গ্রেফতার মনোরোগ চিকিত্‍সক

পথের কুকুররা এলাকা নোংরা এবং চিৎকার করে। তাই জন্যে কুকুরকে গুলি করলেন এক মনোরোগ চিকিৎসক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর জয়নগরে। সোমবার সকালে চিকিৎসকের বাড়ির সামনে একটি রাস্তার কুকুর চিত্‍কার করছিল। রাগে তাঁর নিজের এয়ারগান নিয়ে ওই কুকুরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালালেন বেঙ্গালুরুর ওই চিকিত্‍সক। এরপর তাঁর প্রতিবেশী ও পশুপ্রেমীরা থানায় অভিযোগ করলে ওই অভিযুক্ত চিকিত্‍সককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত চিকিত্‍সকের নাম শ্যাম সুন্দর(৮৩)। তিনি বেঙ্গলুরুর একটি হাসপাতালের মনোরোগ চিকিত্‍সক ছিলেন। পুলিশ সূত্রে খবর, চিত্‍কার করা ও এলাকা নোংরা করার জন্য কুকুরদের উপর রাগ ছিল তাঁর। সোমবার তাঁর বাড়ির সামনের একটি কুকুর নোংরা করলে তিনি তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু না পালিয়ে কুকুরটি সমানে চিত্‍কার করতে থাকে। তখনই রেগে গিয়ে নিজের এয়ারগান দিয়ে গুলি চালান ওই চিকিত্‍সক। গুলি খেয়ে কুকুরটি চিত্‍কার করতে থাকলে তা দেখে স্থানীয়রা খবর দেন এক পশুপ্রেমীকে। তিনি এসে স্থানীয়দের সাহায্যে কুকুরটিকে জয়নগর পশুক্লিনিকে নিয়ে যান। পরে তাকে জেপি নগরের একটি পেট ক্লিনিকে স্থানান্তরিত করা হয়।

এর পরই পশুপ্রেমী কে ভি হরিশ ওই চিকিত্‍সকের বিরুদ্ধে জয়নগর থানায় অভিযোগ করেন। সূত্রের খবর, চিকিত্‍সার পর কুকুরটির অবস্থা এখন স্থিতিশীল।