Sunday, November 16, 2025

ঝাড়গ্রামের মনোরম পরিবেশ। চারিদিকে সবুজ। তার মধ্যে চলছে লাইট-ক্যামেরা-অ্যাকশন। উপস্থিত টলিউডের সব নামজাদা জনপ্রিয় কলাকুশলীরা। বাঁশতলা রেলস্টেশনের মতো প্রত্যন্ত এলাকায় এধরনের শুটিং হয় না। তাই ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনিও তো স্থানীয়, তাহলে পিছিয়ে থাকবেন কেন? সুতরাং শুটিং দেখতে হাজির দলমার এক দামাল।

সকাল তখন সাড়ে 11 টা। ‘আরো এক ছদ্মবেশী’ নামের একটি বাংলা ছুটির শুটিং করছিলেন কাঞ্চন মল্লিক সহ কুশীলবরা। ছবিতে আছেন হিরণও। তবে এদিনের শুটিংয়ে তিনি উপস্থিত ছিলেন না। হঠাৎই জঙ্গল থেকে হাজির হয় এক দাঁতাল। তখন যে যার মত প্রাণভয়ে ছুট লাগান। স্থানীয়রা দাঁতালটিকে তাড়িয়ে গভীর জঙ্গলে পাঠিয়ে দেন।
কিন্তু প্রশ্ন উঠেছে রেল স্টেশনে শুটিং করার অনুমতি ছিল কি? বাঁশতলা স্টেশনের রেলকর্মীরা অবশ্য জানাচ্ছেন, শুটিং করার অনুমতি চেয়ে কোনও আবেদন তাঁদের কাছে জমা পড়েনি। এমনকী শুটিংস্পটে কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এখন প্রশ্ন, বাঁশতশা স্টেশনের পাশেই রেল লাইন দিয়ে দ্রুতগতিতে এক্সপ্রেস ট্রেন যায়। দাঁতালের আগমনে সবাই যখন প্রাণভয়ে দৌড়াচ্ছেন, সেই সময় যদি লাইনে ট্রেন এসে যেত তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তবে এ বিষয়ে ছবির অভিনেতা কাঞ্চন মল্লিক বা পরিচালক-প্রযোজকের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত দলমার দামাল শুটিং না দেখেই জঙ্গলে ফিরে গিয়েছে। এবং ফের লাইট, স্টার্ট সাউন্ড, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন।

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...
Exit mobile version