অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ফয়সালাই সর্বধর্ম সমন্বয়ের নজির, মন্তব্য রাজ্যপালের

গুরু নানকের ৫৫০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বরানগর-ডানলপে বুধবার এক গুরুদুয়ারায় প্রার্থনা সভায় যোগ দিয়েছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকর। সেখানে তিনি বলেন, “অযোধ্যায় রাম মন্দির নির্মাণে সুপ্রিম কোর্টে যে ফয়সালা হয়েছে সেটাই সর্বধর্ম সমন্বয়ের নজির। আর সর্বধর্ম সমন্বয় গড়ে তোলার প্রচেষ্টাই ছিল গুরু নানকের মূলমন্ত্র। দেশের অগ্রগতির লক্ষ্যে গুরু নানকের চিন্তাধারা বাস্তবায়িত করা উচিত।”

দেশের শান্তি স্থাপনের ক্ষেত্রে গুরু নানকের বাণী আজও সমান প্রাসঙ্গিক বলে মত প্রকাশ করেন রাজ্যপাল ধনকার।