Friday, January 16, 2026

অবসরের বাকি 5দিন, আরও 5 গুরুত্বপূর্ণ রায় দেবেন প্রধান বিচারপতি গগৈ

Date:

Share post:

গত শনিবার অযোধ্যা মামলার রায় শুনিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আরও 5টি গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষনা করেই আগামী 17 নভেম্বর অবসর নেবেন তিনি।

যে 5 মামলার রায় আগামী 2-3 দিনের মধ্যেই তিনি ঘোষনা করবেন, সেগুলি হলো:

■ সবরিমালা রিভিউ কেস:

গতবছরের 28 সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ 4:1 মতামতে কেরলের সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশের অনুমতির কথা ঘোষনা করেছিলো। এর পরেই প্রায় 65টি আবেদন জমা পড়েছিল সেই রায়ের বিরোধিতা করে। বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ সেই আবেদনগুলি গ্রহণ করে শুনানির ব্যবস্থা করেছিলেন। সেই মামলার রায় ঘোষনা বাকি।

■ রাফালে রিভিউ কেস:

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ, যার বাকি দুই সদস্য হলেন বিচারপতি এসকে কাউল এবং বিচারপতি কেএম জোসেফ, গত বছরের 14 ডিসেম্বর ‘রাফালে’ নিয়ে দেওয়া রায়ের রিভিউ- পিটিশনের শুনানি করেন। যেখানে রাফালে নিয়ে চুক্তিকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী এই রিভিউ-এর আবেদনকারী। তাঁরা রায় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই মামলার রায় ঘোষনা করবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

■ রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা:

চলতি বছরের এপ্রিলে সুপ্রিম কোর্ট প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস দিয়েছিল। রাহুলের ‘চৌকিদার চোর হ্যায়’, বক্তব্য নিয়েই এই অবমাননার নোটিস দেওয়া হয়। মন্তব্যটি রাফালে-অভিযোগ নিয়েই করেছিলেন রাহুল। বিজেপির মীনাক্ষী লেখি এর প্রতিবাদে ফৌজদারি অবমাননার মামলা দায়ের করেছিলেন। পরবর্তী সময়ে রাহুল গান্ধী তাঁর মন্তব্য ভুল ভাবে পরিবেশিত হওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এ মামলার রায় ঘোষনা করবেন।

■ ফিনান্স অ্যাক্ট 2017-র সাংবিধানিক বৈধতা:

এবছরের এপ্রিলে সুপ্রিম কোর্টে ফিনান্স অ্যাক্ট 2017-র বৈধতা নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার শুনানির প্রধান হিসেবে ছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি কেন্দ্রকে নোটিস দিয়েছিলেন। রায় জানাবেন প্রধান বিচারপতি।

■ RTI-এর অধীনে কি আসবে প্রধান বিচারপতির অফিস?

তথ্য জানার অধিকার আইনে কি আসতে পারে প্রধান বিচারপতির অফিস? এই সংক্রান্ত মামলারও রায় দেবেন প্রধান বিচারপতি গগৈ। এর আগে দিল্লি হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির অফিস তথ্য জানার অধিকার আইনের অধীনে রয়েছে। যদিও এর পরেই দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। প্রধান বিচারপতি রায় জানাবেন ।

spot_img

Related articles

কোন কোন OBC শংসাপত্র গ্রহণযোগ্য? বিজ্ঞপ্তি জারি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় OBC শংসাপত্রের বৈধতা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। কলকাতা হাই কোর্টের (Calcutta High...

সামান্য তুলোতেই উঠে গেল ভোটের কালি! মহারাষ্ট্র পুরনিগম নির্বাচনে তবু পুণর্নির্বাচন নয়

নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ। ফল ঘোষণার প্রস্তুতি মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনের। অথচ এরপরেও মিলল না ভোটের কালি (indelible...

WPL-র মধ্যেই বড় চমক, সঞ্জীব গোয়েঙ্কার দলে স্মৃতি

বিবাহ অধ্যায় ভুলে ২২ গজে পুরানো ছন্দে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ভারতীয় দলে খেলার পর বর্তমানে WPL খেলছেন...

২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন: নিপা ভাইরাস প্রতিরোধ-চিকিৎসায় গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

নিপা ভাইরাস (Nipah Virus) সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)।...