নারদ মামলায় ফের জামিনের আবেদন খারিজ আইপিএস মির্জার। বুধবার ব্যাঙ্কশাল কোর্টে সিবিআই আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। বিচারক তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অর্থাৎ, আগামী ২৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে এই আইপিএস অফিসারকে।

এদিন সওয়াল জবাবে মির্জার আইনজীবীরা জামিনের আবেদন করেন। তদন্তে কোনও অগ্রগতি হয়নি। শুধু শুধু তাঁকে আটকে রাখা হচ্ছে বলে জানান মির্জার আইনজীবীরা।

অন্যদিকে, সিবিআই যথারীতি জামিনের বিরোধিতা করে। সেই একই প্রভাবশালী তকমা লাগিয়ে জামিনের বিরোধিতা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবিরা। সিবিআই আরও বলে, মির্জা বাইরে গেলে তদন্তে তার প্রভাব পড়তে পারে। এটা খুব স্পর্শকাতর মামলা। এখানে অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত।

এরপর, ব্যাঙ্কশাল কোর্টে সিবিআই আদালতের বিচারক মির্জাকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
