Sunday, November 16, 2025

ওসিকে নিয়ে নির্বাচনী প্রচারে? মহুয়া -বিজেপি দ্বন্দ্ব চরমে

Date:

তিনটি বিধানসভার উপনির্বাচনের মুখেই বিজেপি তৃণমূলের অভিযোগ-পাল্টা অভিযোগ চরমে উঠল। অভিযোগ উঠল তৃণমূল সাংসদ মহুয়া মিত্র তাঁর সরকারি ক্ষমতা ব্যবহার করে নির্বাচনী প্রচারে থানার ওসিকে সঙ্গে নিয়ে ঘুরছেন। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। আর পাল্টা তৃণমূল কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ করে মিথ্যা ও বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। এই অভিযোগের স্বপক্ষে একটি ছবি দেখানো হচ্ছে, যেখানে তৃণমূল সাংসদের পিছনে সাদা পোশাকে রয়েছেন এলাকার ওসি। সাংসদ রয়েছেন নির্বাচনী প্রচারে। মহুয়া বলেন, ছবিটি ভুয়ো। মিথ্যা নিউজ তথ্যপ্রযুক্তি আইনের মধ্যে পড়ে। তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সী কমিশনকে চিঠি লিখেছেন। তাতে আরও বলা হয়েছে ছবিটি তোলা হয়েছিল এ বছরের 18 আগস্ট তারিখে, যখন নির্বাচনী আচরণবিধি চালুই হয়নি। সাংসদ তাঁর ফেসবুকে ছবিটি আপলোড করেছিলেন।

করিমপুর বিধানসভা কেন্দ্রে সংসদ মৈত্রের সঙ্গে থানাপাড়া রশ্মি সুমিত ঘোষের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। বিজেপির অভিযোগ সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রচার করছেন সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। মহুয়া জানিয়েছেন, ওসির সঙ্গে ছবিটি অনেক আগেই তোলা। এ প্রসঙ্গে বিজেপির অভিযোগ একজন থানার ওসি সাংসদের পিছনে কো কারনে রয়েছেন? যেখানে দেখা যাচ্ছে সাংসদ গ্রামের মধ্যে নির্বাচনী প্রচারে রয়েছেন। মহুয়া বলেন, বিজেপি কোন জায়গায় নেমেছে তা দেখা যাচ্ছে। একদিকে তৃণমূলের পক্ষে যেমন কমিশনকে চিঠি পাঠানো হচ্ছে, ঠিক সেইরকম ১৭১-জি ধারায় পুলিশের কাছেও অভিযোগ করা হয়েছে মহুয়ার তরফে।

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version