পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ যাদবকে দেওয়ানি আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ দিতে চলেছে সে দেশের সরকার। আজ, বুধবার পাক সংবাদমাধ্যম সূত্রে এমন খবরই মিলেছে। বর্তমানে কুলভূষণ যাদবের মামলাটি চলছে সেনা আদালতে। কিন্তু, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে দেওয়ানি আদালতে আবেদনের সুযোগ দেওয়া হবে। তার জন্য পাক সরকার সেনা আইনে প্রয়োজনীয় সংশোধনী আনছে।
