Monday, December 8, 2025

চেতলার ‘ত্রাস’ শ্রীধর দাসের হাতে পদ্ম-পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

গেরুয়া নেতারা হামেশাই ঢাক পিটিয়ে দাবি করে থাকেন, “বিজেপি হচ্ছে পার্টি উইথ আ ডিফারেন্স”।

‘অন্যরকম’ এই দলটিই বুধবার কার্যত সংবর্ধনা দিয়ে বাম আমলে চেতলার ত্রাস শ্রীধর দাসের হাতে পদ্ম-পতাকা তুলে দিল। নিজের হাতে পতাকা তুলে দিয়ে দক্ষিণ কলকাতার এক সময়ের কুখ্যাত ডনকে দলে নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বয়ং।

দিলীপবাবু-সহ বঙ্গষ বিজেপির প্রায় সব শীর্ষ নেতাই বার বার ঘোষনা করেছেন, “আমরা ঘরের দরজা বড় করেছি। সবার জন্য বিজেপির দরজা খোলা”। দরজা ঠিক কতখানি ‘বড়’ হয়েছেফ তা এদিন শ্রীধর দাসের অন্তর্ভূক্তিতেই রাজনৈতিক মহল বুঝেছে।
চেতলা এলাকার এক সময়ের ত্রাস শ্রীধর দাসের হাতে দিলীপ ঘোষ গেরুয়া ঝান্ডা তুলে দেওয়ার পর রাজ্য বিজেপির অন্দরেই উঠেছে প্রশ্ন। শ্রীধর দাসের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক মামলা রয়েছে। বাম আমলে শ্রীধরকে কার্যত ‘কোলের ছেলে’ হিসেবেই দেখতেন সিপিএম নেতারা। 2011-র পর জার্সি বদলান শ্রীধর দাস। চেতলার মানুষের বক্তব্য, সে সময় বর্তমান সাংসদ মালা রায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। আগের মতো তাঁর আর দাপট না থাকলেও, শ্রীধরের ভাবমূর্তি এলাকায় একটুও বদলায়নি।সেই শ্রীধর এখন জোড়াফুল ছেড়ে পদ্মে এলেন। রাসবিহারীর ‘আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতি’র দুর্গাপুজোর দখলকে ঘিরে ফের ভেসে ওঠেন শ্রীধর। তাঁকে সামনে রেখেই ওই পুজোটি দখলের চেষ্টা করেছিল বিজেপি। দু’পক্ষের মধ্যে বাঁধে সংঘর্ষ। গ্রেফতার করা হয় শ্রীধর দাসকে।সেই শ্রীধরই বুধবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাবলীলভাবেই এই যোগদানের ব্যাখ্যা দিয়ে এদিন বলেন, “শ্রীধর দাস বিজেপিতে আসায় দক্ষিণ কলকাতায় সংগঠন মজবুত হবে”। ওদিকে শ্রীধরের রুটিন সাফাই, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে শাসক দল। সে কারণেই তিনি এলাকা ছাড়া।
‘স্বচ্ছ’ বিজেপিতে শ্রীধরের মতো এক সময়ের ডনকে নেওয়ায় বিজেপির ভাবমূর্তি কতখানি স্বচ্ছ থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরেই উঠছে প্রশ্ন। বিজেপি নেতৃত্ব আশাবাদী, দক্ষিণ কলকাতায় তৃণমূলের ওপর চাপ বাড়াতে এই শ্রীধরকেই দরকার। শ্রীধর নাকি চেতলায় ববি হাকিমকেও বিপাকে ফেলতে পারবেন। এমনটাই ভাবছে বঙ্গ-বিজেপি।

spot_img

Related articles

নকল নাম চিহ্নিতকরণে নয়া ব্যবস্থা! SIR নজরদারিতে আরও পাঁচ স্পেশাল রোল অবজারভার নিয়োগ কমিশনের

ভোটার তালিকায় নকল বা ডুপ্লিকেট নাম চিহ্নিত করতে আরও এক ধাপ এগোল নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা...

বিজেপির সংস্কৃতি মন্ত্রীর মুখে বঙ্কিমের ভুল নাম! সংসদে একের পর এক তোপ তৃণমূলের

বাঙালির প্রতি বিজেপির নেতাদের অসম্মানের পাশাপাশি এবার বিজেপির টিকিটে জিতে দেশের মন্ত্রী হয়ে বসা ব্যক্তিদের অজ্ঞতাও প্রকাশ্যে চলে...

হিন্দিকে ‘রাষ্ট্রভাষা’ প্রমাণের চেষ্টা! রাজ্যপালের ‘ভুল’ ধরিয়ে কটাক্ষ কুণালের

বাংলায় বসে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা রাজ্যপাল সি ভি আনন্দ বোস আগেও করেছেন। তবে এবার প্রকাশ্যে বাংলার মাটিতে...

এইমসে চাকরি দেওয়ার নামে প্রতারণা! গ্রেফতার অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেত্রী

কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন হালিশহরের বাসিন্দা ও বিজেপি নেত্রী তনু খাস্তগীর। ইব্রাহিম...