‘বুলবুল’ রাজ্যে থেকে চলে যাওয়ার পরে এবার হিমেল পরশ লাগছে বাংলায়। অন্তত এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পারদ নাম ২০-র নীচে। বুধবার, সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি। এই পারদ পতন সপ্তাহের শেষ পর্যন্ত বজায় থাকতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে জম্মু ও কাশ্মীরে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

আরও পড়ুন – শীতের পরশ লাগতে চলেছে রাজ্যে

‘বুলবুল’-র দাপটে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢোকে। এর জেরে মেঘ থাকায় শীতল হাওয়া প্রবেশ করতে পারেননি। মেঘ কেটে যাওয়ায় এবার শীত পড়তে পারে রাজ্যে। তবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, সিকিম, দার্জিলিং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন – পার্ক স্ট্রিটের পর পঞ্চসায়র, রাতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ তরুণীকে
