Monday, November 17, 2025

উৎকণ্ঠা বাড়িয়ে এ রাজ্যেও তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প, কারণ জানালেন কারামন্ত্রী

Date:

NRC- উৎকণ্ঠা বৃদ্ধি করে এই বঙ্গেও শেষ পর্যন্ত তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প! প্রশ্ন উঠেছে, এই ক্যাম্পের সঙ্গে NRC-র যোগাযোগ কতখানি?
রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস স্পষ্টভাবেই বৃহস্পতিবার জানিয়েছেন, “অযথা এ নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিশেষ এক চক্র এ কাজ করছে।এই ক্যাম্পের সঙ্গে NRC-র একশ’ মাইলের মধ্যে কোনও যোগ নেই। আতঙ্কিত হওয়ার কোনও কারণই নেই”।

কলকাতার লাগোয়া রাজারহাটে তৈরি হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প। শুধু রাজারহাট নয়, বনগাঁর কাছে আরও একটি ক্যাম্প তৈরি হবে। তাহলে কেন এই ক্যাম্প?
উজ্জ্বলবাবু এদিন বলেছেন, “সম্পূর্ণ অন্য কারণে এই ক্যাম্প তৈরি করা হচ্ছে। নানা অপরাধে যুক্ত থাকার জন্য গত কয়েক বছরে প্রায় 250 জন বিদেশিকে রাজ্য সরকার বিভিন্ন কারণে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে 140 জনকে তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বিদেশি বন্দি আছে 110 জন। এই বন্দিদের জন্য অন্য বন্দিদের নানা সমস্যা হচ্ছে। সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই এই বিদেশি বন্দিদের আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সব বিদেশি বন্দিদের রাখার জন্যই এই ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। এর আর কোনও কারণ নেই”।

কারামন্ত্রী বলেন, ” বন্দি থাকা শতাধিক বিদেশিরা বন্দির অধিকাংশই নাইজিরিয়ার নাগরিক। গত দেড়-দু বছরে কোকেন-সহ একাধিক নিষিদ্ধ জিনিস পাচার ও বিক্রি করার ঘটনায় এই নাইজিরিয়ার নাগরিকদের গ্রেফতার করা হয়। বন্দিদের মধ্যে কলকাতা ময়দানের একধিক ফুটবলারও ছিল। বন্দিদের মধ্যে শিশু-সহ কিছু মা-ও আছে। মেয়াদ শেষে এদের দেশে ফেরত পাঠানো হবে। তার আগে এদের আলাদাভাবে রাখা হবে এই ডিটেনশন ক্যাম্পে।”

আরও পড়ুন-শহরে ফের মাদক-সহ ধৃত কারবারি

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version