Tuesday, May 13, 2025

উৎকণ্ঠা বাড়িয়ে এ রাজ্যেও তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প, কারণ জানালেন কারামন্ত্রী

Date:

NRC- উৎকণ্ঠা বৃদ্ধি করে এই বঙ্গেও শেষ পর্যন্ত তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প! প্রশ্ন উঠেছে, এই ক্যাম্পের সঙ্গে NRC-র যোগাযোগ কতখানি?
রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস স্পষ্টভাবেই বৃহস্পতিবার জানিয়েছেন, “অযথা এ নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিশেষ এক চক্র এ কাজ করছে।এই ক্যাম্পের সঙ্গে NRC-র একশ’ মাইলের মধ্যে কোনও যোগ নেই। আতঙ্কিত হওয়ার কোনও কারণই নেই”।

কলকাতার লাগোয়া রাজারহাটে তৈরি হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প। শুধু রাজারহাট নয়, বনগাঁর কাছে আরও একটি ক্যাম্প তৈরি হবে। তাহলে কেন এই ক্যাম্প?
উজ্জ্বলবাবু এদিন বলেছেন, “সম্পূর্ণ অন্য কারণে এই ক্যাম্প তৈরি করা হচ্ছে। নানা অপরাধে যুক্ত থাকার জন্য গত কয়েক বছরে প্রায় 250 জন বিদেশিকে রাজ্য সরকার বিভিন্ন কারণে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে 140 জনকে তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বিদেশি বন্দি আছে 110 জন। এই বন্দিদের জন্য অন্য বন্দিদের নানা সমস্যা হচ্ছে। সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই এই বিদেশি বন্দিদের আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সব বিদেশি বন্দিদের রাখার জন্যই এই ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। এর আর কোনও কারণ নেই”।

কারামন্ত্রী বলেন, ” বন্দি থাকা শতাধিক বিদেশিরা বন্দির অধিকাংশই নাইজিরিয়ার নাগরিক। গত দেড়-দু বছরে কোকেন-সহ একাধিক নিষিদ্ধ জিনিস পাচার ও বিক্রি করার ঘটনায় এই নাইজিরিয়ার নাগরিকদের গ্রেফতার করা হয়। বন্দিদের মধ্যে কলকাতা ময়দানের একধিক ফুটবলারও ছিল। বন্দিদের মধ্যে শিশু-সহ কিছু মা-ও আছে। মেয়াদ শেষে এদের দেশে ফেরত পাঠানো হবে। তার আগে এদের আলাদাভাবে রাখা হবে এই ডিটেনশন ক্যাম্পে।”

আরও পড়ুন-শহরে ফের মাদক-সহ ধৃত কারবারি

 

Related articles

শান্তি প্রতিষ্ঠায় বাণিজ্যের শর্ত ছিল না: ট্রাম্পের দাবি নস্যাৎ ভারতের

বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েই কার্যত ভারত ও পাকিস্তানকে সংঘর্ষ থেকে বিরত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রকাশ্যে বাণিজ্যের...

সীমান্তের সমস্যায় বাড়ি ফিরতে পারেননি, একাই প্রস্তুতি চালাচ্ছেন সুহেল ভাট

পহেলগামে(Pahalgam) নৃশংশ ঘটনা। তারপর থেকেই উত্তপ্ত হয়েছিল সীমান্ত। আইএসএল(ISL) জেতার পর ঘরের ফেরার ইচ্ছা থাকলেও ফিরতে পারেননি সুহেল...

একাকীত্বের কারণে মনমরা ছিলেন প্রীতম! জানালেন পুত্রহারা রিঙ্কু

একা থাকতে কষ্ট হচ্ছিল। যত্ন হচ্ছিল না ঠিক মতো। নিজের কাছে ছেলেকে নিয়ে আসতে চাইছিলেন। পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ...

বিশ্ব পরিবেশ দিবসের আগে ৫০০টি নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর উদ্যোগ রাজ্যের 

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তার আগেই রাজ্য জুড়ে ৫০০টি নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর পরিকল্পনা...
Exit mobile version