‘ফেলুদা ফেরত’-এ ‘ফেলু’ চরিত্রে টোটা

সিনেমা নয়, সৃজিতের ফেলু মিত্তিরের আত্মপ্রকাশ ঘটবে ওয়েব ফরম্যাটে। ‘ফেলুদা’ নিয়ে কাজ করার তাঁর বহু দিনের ইচ্ছে। সেই ইচ্ছেপূরণ হতে চলেছে আড্ডাটাইমসের হাত ধরে। তবে এবারে ‘মুখুজ্জ্যে বাবু’র ফেলু মিত্তির কে হচ্ছেন জানেন? প্রকাশ্যে এলেন সৃজিতের ফেলুদা। তিনি টোটা রায়চৌধুরি। সৃজিত মুখোপাধ্যায় জানালেন যে ‘ফেলুদা ফেরত’-এর ফেলুদা হচ্ছেন টোটা রায়চৌধুরি। বাঙালি গোয়েন্দা সাহিত্যের এই খ্যাতনামা চরিত্রটির সঙ্গে সব্যসাচীর পর যদি আর কোনও অভিনেতার সঙ্গে সাদৃশ্য থেকে থাকে, তাহলে তিনি টোটা রায়চৌধুরি, এমনটাও বলছেন অনেকে।

পরিচালকের কথায় তোপসে এবং মগনলাল মেঘরাজের চরিত্রের খোঁজ চলছে।জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তীকে (যিনি হইচইয়ের ওয়েব সিরিজ ‘একেন বাবু’র মুখ্য চরিত্রে ছিলেন) নিচ্ছেন সৃজিত।

আরও পড়ুন-১৮ বছরের মেয়ে বানালেন পুনর্ব্যবহারযোগ্য পরিবেশ–বান্ধব স্যানিটারি ন্যাপকিন