Tuesday, November 18, 2025

পিকে’র পরামর্শে খড়গপুর ভোটে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে আলাদা ইস্তেহার তৃণমূলের

Date:

রাজ্যে তিন বিধানসভা আসনে উপনির্বাচন হলেও তৃণমূলের কাছে মর্যাদার লড়াই খড়গপুর কেন্দ্র। বিজেপির হাত থেকে আসন কেড়ে নিতে মরিয়া তৃণমূল। আর সম্ভবত সে কারনেই ভোট-গুরু প্রশান্ত কিশোরের পরামর্শে এই প্রথম তৃণমূল তিনটি কেন্দ্রের উপনির্বাচনে পুরোদস্তুর আলাদা আলাদা ইস্তেহার প্রকাশ করেছে।

বৃহস্পতিবার দলের তরফে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে তাতে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে খড়গপুরবাসীকে৷
আগামী 25 নভেম্বর রাজ্যের তিনটি কেন্দ্র, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, নদিয়ার করিমপুর এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে উপনির্বাচন হতে চলেছে। তারমধ্যে খড়গপুরের নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হল। বাকি দু’টিও প্রকাশের অপেক্ষায়। এ রাজ্যেই শুধু নয়, কোনও রাজ্যেই কোনও রাজনৈতিক দলকে উপনির্বাচনের জন্য আলাদা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে দেখা যায় নি। সম্ভবত এই প্রথম তৃণমূল কংগ্রেস উপনির্বাচনেও ইস্তেহার প্রকাশ করল৷

খড়গপুর সদর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রদীপ সরকার জিতলে কি কি কাজ করবেন তাই বলা হয়েছে ইস্তাহারে। পরিকাঠামো উন্নয়ন থেকে স্বাস্থ্য, পানীয় জল থেকে নিরাপত্তা ব্যবস্থা-সবেতেই উন্নয়ণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, প্রশান্ত কিশোরের পরামর্শেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন তৃণমূল৷ তিন উপনির্বাচন কেন্দ্র ঘুরে এলাকাভিত্তিক কিছু সমস্যা এবং সেই এলাকার প্রয়োজনীয়তা খুঁজে বার করেছে টিম পিকে। সেই সব সমস্যা মাথায় রেখেই তৈরি হয়েছে ইস্তাহার৷

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version