Tuesday, November 18, 2025

ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ‘ক্রিকেটের ঈশ্বর’

Date:

বর্তমানে ক্রিকেট ঐতিহ্য হারাচ্ছে, এমনটাই মত সচিন তেন্ডুলকরের। ক্রিকেটের ঐতিহ্যশালী ফরম্যাট হল, টেস্ট। আর সেই টেস্ট নিজের ঐতিহ্য হারাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচিন। যদিও তাঁর কারণও তিনি তুলে ধরেছেন।

এ বিষয়ে তেন্ডুলকর বলেছেন, ‘সত্তরের দশকে সুনীল গাভাসকর বনাম অ্যান্ডি রবার্টস অথবা ডেনিস লিলি বনাম ইমরান খান যে লড়াইটা উপভোগ করত ক্রিকেটবিশ্ব, বর্তমানে সেই লড়াইটা আর চোখে পড়ে না। অদূর ভবিষ্যতে আমি এমন কোনও ফাস্ট বোলার দেখছি না, যে টেস্ট ক্রিকেটেকে ধরে রাখবে। খুব কম এমন ফাস্ট বোলার রয়েছে, যারা টি-২০ ও একদিনের ফরম্যাট খেলার পাশাপাশি টেস্ট খেলছে। কিন্তু টেস্ট স্পেশালিস্ট বোলার দেখতে পারছি না। ফাস্ট বোলারের গুনাগুন যে কোনও বোলারের থেকে তাঁকে অনেক এগিয়ে রাখে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ক্রিকেটের মান অনেক পড়ে গিয়েছে, যা টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে খুবই দুঃখজনক। ক্রিকেটের মান আবার ফিরে আসা উচিত।’

আরও পড়ুন – প্রথম দিনের শেষে বেকায়দায় বাংলাদেশ, ছুটছে কোহলি ব্রিগেড

এখানেই থামেননি সচিন। তাঁর আরও সংযোজন, ‘এর জন্য আমি ক্রিকেটের পরিবেশকে দায়ী করছি না। আমার মনে হয়, যে পিচে খেলা হয়, সেটার ভূমিকা আছে মনে হয়। যদি আমরা এমন পিচ দিতে পারি, যেখানে ফাস্ট বোলার এবং তার পাশাপাশি স্পিনারদেরও সাহায্য হতে পারে। এরকম হলেই একমাত্র ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য বজায় থাকবে।’ এভাবেই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নিজের আশঙ্কার কথা প্রকাশ করেছেন ‘ক্রিকেটের ঈশ্বর’।

আরও পড়ুন – শামি-উমেশদের বোলিং দাপটে ধস নামল বাংলাদেশে

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version