Saturday, May 17, 2025

বর্তমানে ক্রিকেট ঐতিহ্য হারাচ্ছে, এমনটাই মত সচিন তেন্ডুলকরের। ক্রিকেটের ঐতিহ্যশালী ফরম্যাট হল, টেস্ট। আর সেই টেস্ট নিজের ঐতিহ্য হারাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচিন। যদিও তাঁর কারণও তিনি তুলে ধরেছেন।

এ বিষয়ে তেন্ডুলকর বলেছেন, ‘সত্তরের দশকে সুনীল গাভাসকর বনাম অ্যান্ডি রবার্টস অথবা ডেনিস লিলি বনাম ইমরান খান যে লড়াইটা উপভোগ করত ক্রিকেটবিশ্ব, বর্তমানে সেই লড়াইটা আর চোখে পড়ে না। অদূর ভবিষ্যতে আমি এমন কোনও ফাস্ট বোলার দেখছি না, যে টেস্ট ক্রিকেটেকে ধরে রাখবে। খুব কম এমন ফাস্ট বোলার রয়েছে, যারা টি-২০ ও একদিনের ফরম্যাট খেলার পাশাপাশি টেস্ট খেলছে। কিন্তু টেস্ট স্পেশালিস্ট বোলার দেখতে পারছি না। ফাস্ট বোলারের গুনাগুন যে কোনও বোলারের থেকে তাঁকে অনেক এগিয়ে রাখে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ক্রিকেটের মান অনেক পড়ে গিয়েছে, যা টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে খুবই দুঃখজনক। ক্রিকেটের মান আবার ফিরে আসা উচিত।’

আরও পড়ুন – প্রথম দিনের শেষে বেকায়দায় বাংলাদেশ, ছুটছে কোহলি ব্রিগেড

এখানেই থামেননি সচিন। তাঁর আরও সংযোজন, ‘এর জন্য আমি ক্রিকেটের পরিবেশকে দায়ী করছি না। আমার মনে হয়, যে পিচে খেলা হয়, সেটার ভূমিকা আছে মনে হয়। যদি আমরা এমন পিচ দিতে পারি, যেখানে ফাস্ট বোলার এবং তার পাশাপাশি স্পিনারদেরও সাহায্য হতে পারে। এরকম হলেই একমাত্র ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য বজায় থাকবে।’ এভাবেই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নিজের আশঙ্কার কথা প্রকাশ করেছেন ‘ক্রিকেটের ঈশ্বর’।

আরও পড়ুন – শামি-উমেশদের বোলিং দাপটে ধস নামল বাংলাদেশে

Related articles

কালিয়াচকের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত, ফাঁসির সাজা ঘোষণা আদালতের

প্রায় চার বছর আগে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় অবশেষে দোষী সাব্যস্ত হলেন পরিবারেরই ছোটো...

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...
Exit mobile version