এবার জিয়াগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

0
4

ফের শিরোনামে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ। বৃহস্পতিবার রাতে জিয়াগঞ্জ থানার পদ্মপুর স্টেশনপাড়া এলাকায় বিএ প্রথম বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত তাঁর শিক্ষক গৌতম মণ্ডল-সহ আরও একজন।

পুলিশ সূত্রে খবর, ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের পর তাঁর হাত-পা বেঁধে বিষ খাইয়ে খুনেরও চেষ্টা করে অভিযুক্তরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই নির্যাতিতা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত গৌতম মণ্ডল এবং তার বন্ধু পলাতক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।