Sunday, November 16, 2025

৯ বছর পর লাল আবিরে রঙিন প্রেসিডেন্সির দখল নিল এসএফআই

Date:

কলকাতার বুকে আবার লাল আবিরের উল্লাস। বহুদিন পর আওয়াজ উঠল রেড স্যালুট। ঝগড়া নেই, হাতাহাতি নেই, এমনকি নেই কোনও রেষারেষি। তৈরি ছিল পুলিশ। তৈরি ছিল বাহিনী। কিন্তু কাজে লাগল না কিছুই। সাম্প্রতিক অতীতে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে এমন নির্বিঘ্নে, তা ডায়েরির পাতা খুঁজেও পাওয়া গেল না। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভোটে বিরোধী ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্ট অরগানাইজেশনকে পর্যুদস্ত করল ভারতের ছাত্র ফেডারেশন। দীর্ঘ ৯ বছর পর প্রেসিডেন্সির ছাত্রসংসদ দখল করল এসএফআই। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ার পর নতুন মডেলের নির্বাচনে প্রথম জয় এসএফআইয়ের।

সকাল সাড়ে দশটাতেই ভোট শুরু হয়ে গিয়েছিল। বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ছিল। জোর করে ঢোকার চেষ্টা হয়নি। পরিচয়পত্র দেখিয়ে পড়ুয়ারা ঢুকেছে, ভোট দিয়েছে, তারপর গেটের বাইরে বেরিয়ে এসেছে। অপেক্ষা করেছে ফলের জন্য। দুপুর একটা থেকে সিআর-এর ফল বের হতে শুরু করে। ঘণ্টা দেড়েকের মধ্যেই দেখা যায় ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীদের অনেকটা পিছনে ফেলে ৫৮-৪৫ আসনে জিতেছে এসএফআই। এআইএসএফ-এর দখলে মাত্র ২টি আসন। জিতে এসএফআই-এর রাজ্য সম্পাদক বললেন, প্রেসিডেন্সি দেখাল ভোটের মডেল। এটাই হোক রাজ্যের মডেল। তাতে যদি আমরা পরাজিত হই, তাতে কোনও আক্ষেপ থাকবে না।

এরপর ভোট গণনা শুরু হয় পাঁচটি সেক্রেটারি পদে। সরাসরি ছাত্রদের ভোট। একটির পর একটি রাউন্ড শেষ হয়েছে আর ধীরে অথচ নিশ্চিত গতিতে এগিয়েছে বাম ছাত্ররা। ১৫ রাউন্ডের শেষে দেখা গেল এসএফআইয়ের প্রেসিডেন্ট প্রার্থী জিতেছে ৪৭২ ভোটে, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জিতেছে ৩৫৯ ভোটে, সেক্রেটারি ২৬৬ ভোটে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জিতেছে ২৭৭ ভোটে আর গার্লস কমনরুম সেক্রেটারি ১০৪ ভোটে জিতেছে। তারপর কলেজ স্ট্রিটের রাস্তায় উড়েছে লাল আবির, মিছিল রাত দশটাতেও ছিল শব্দমুখর।

তবে প্রেসিডেন্সির ভোট কয়েকটি প্রশ্ন তুলে দিয়ে গেল।
এক : রাজ্যে দোর্দণ্ডপ্রতাপশালী তৃণমূল ছাত্রপরিষদ। রাজ্য জুড়ে তারা কলেজের ছাত্র সংসদ দখল করে বসে আছে। তাদের প্রার্থীই নেই! কেন?

দুই : ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। বিদ্যাসাগর কলেজের ঘটনা এখনও তরতাজা। আর সেই কলকাতায় প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়ে তারা প্রার্থীই দিতে পারল না!

তিন : রাজ্যে বাম-কংগ্রেস জোট করেছে। উপ-নির্বাচন থেকে লড়াই করছে। অথচ কী আশ্চর্য, দুই বাম ছাত্র সংগঠন পরস্পরের বিরুদ্ধে লড়াই করল! বামেদের নিজেদের মধ্যেই জোট নেই, তারা যাচ্ছে কংগ্রেসের সঙ্গে জোট করতে! এই সোনার পাথরবাটি মানুষকে বোঝাতে পারবেন তো!

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...
Exit mobile version