Saturday, November 22, 2025

হেনস্থার অভিযোগে কাঠগড়ায় জয়প্রকাশ, ‘ভিত্তিহীন’ মত বিজেপি নেতার

Date:

এবার পরিবারের লোকদের বিরোধিতার মুখে বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর বিরুদ্ধে অমানবিক ব্যবহার ও হেনস্থার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর নিজের দাদা ও বৌদি। অভিযোগ, তাঁদের জলের লাইন কেটে দেওয়া হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাই জয়প্রকাশ মজুমদার তাঁদের হেনস্থা করছেন বলে থানায় অভিযোগ জানিয়েছেন জ্যোতিপ্রকাশ মজুমদার। এ বিষয়ে বৃহস্পতিবার, বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জয়প্রকাশ মজুমদার। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, তাঁকে অপদস্ত করতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে।

৬৯ বছরের জ্যোতিপ্রকাশ মজুমদার তাঁর স্ত্রী রত্নাকে নিয়ে দীর্ঘদিন ধরেই সল্টলেকের বাড়িতে থাকেন। কয়েক বছর হল সেখানে সপরিবারে থাকতে শুরু করেছেন জয়প্রকাশ মজুমদারও। অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার বলে দীর্ঘদিন ধরেই দাদা এবং দাদার পরিবারের সঙ্গে অমানবিক ব্যবহার করছেন জয়প্রকাশ। এবার জলের লাইন কেটে দেওয়ায় বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন জ্যোতিপ্রকাশ মজুমদারের। এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য না করলেও, ঘনিষ্ঠমহলে জয়প্রকাশ মজুমদার জানান, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি নয়। পারিবারিক গোলমালের জেরেই তাঁর বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন করিমপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশশিবিরের বক্তব্য তিনি ভোটে প্রার্থী বলেই এইসব কুৎসা হচ্ছে। জয়প্রকাশের জয় কার্যত নিশ্চিত। তিনি করিমপুরের বিজেপি প্রার্থী। তাই জলঘোলা হচ্ছে। জয়প্রকাশের খুড়তুতো দাদা রাজনীতিবিদ অমিতাভ মজুমদার নিজে বিজেপি নেতাদের সঙ্গে সুসম্পর্ক থাকলেও এবিষয়ে “নির্যাতিত” দাদার পাশে দাঁড়িয়েছেন।

Related articles

বেলাশেষে কুলদীপের স্পিনে চাপমুক্তি, আটকাতে হবে প্রোটিয়াদের বড় রান

গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের(Test) বেলাশেষে খেলায় ফিরল ভারত(India)। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া...

দিনে দুপুরে কসবার গেস্ট হাউস থেকে দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শনিবার দুপুরে কসবার(Kasba) গেস্ট হাউস(Guest House) থেকে দেহ উদ্ধার। কসবার একটি শপিং মলের পিছনের দিকে রাস্তাতে অবস্থিত এই...

ফের মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা! প্রায় ঘণ্টাখানেক ব্যাহত পরিষেবা

সাতদিনে দ্বিতীয়বার। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে (Metro Station) ডাউন লাইনে (Down Line) ফের ঝাঁপ। ৪৫ মিনিট মেট্রো পরিষেবা...

শিল্পতালুকে দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, বসছে বিশেষ মনিটরিং ইউনিট

রাজ্যের শিল্পতালুকগুলিতে (Industrial Area) দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে চলেছে । রাজ্য শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে শিল্পপার্কগুলিতে প্রথমবার...
Exit mobile version