Saturday, November 22, 2025

ডায়মন্ডহারবারে স্টেশন মাস্টার খুনে যেন হুবহু মনুয়া-কাণ্ডের ছায়া

Date:

এ যেন বারাসতের মনুয়া কাণ্ডের জেরক্স কপি। প্রাক্তন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে স্বামীকে খুন। ডায়মণ্ডহারবারের রামনগরের স্টেশন মাস্টার নির্মল কুমার খুনে উঠে এল চাঞ্চল্যকর এই ঘটনা, যা তাজ্জব করেছে তদন্তকারীদেরও।

জানা গিয়েছে নির্মল কুমার এ মাসের শুরুতে যান বিহারে তাঁর বাড়িতে। স্ত্রী সোনালী ফেরার সময় জেদ ধরেন তাঁর সঙ্গে ফিরবেন। কর্মস্থলের এলাকার বাড়িতে থাকবেন তাঁর সঙ্গে। ট্রেনে যখন তাঁরা আসেন, সেই ট্রেনেই আসে সোনালীর প্রেমিক। বিয়ের আগে থেকেই তার সঙ্গে সোনালীর সম্পর্ক। বিয়ের পর প্রেমিক চলে যায় বিদেশে। মূলত পড়াশোনা আর চাকরির জন্য। ফের ফিরে আসার পর যোগাযোগ শুরু হয়। বিয়ে করার পরিকল্পনা হয়। বাধা কাটাতে স্বামীকে খুনের সিদ্ধান্ত নেয় সোনালী। তাদের ধারণা ছিল, মৃত্যুর পর নির্মলের চাকরি সে পাবে। সেইমতো রামনগরের বাড়িতে আসে স্বামী-স্ত্রী। রাতে বাইরের দরজা খুলে রাখে সোনালী। সেই পথ দিয়ে ঢোকে প্রেমিক। দু’জনে মিলে খুন করার পর মৃতদেহ কোনও রেল লাইনে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু নিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে বড় নালায় নির্মলের দেহ পড়ে যায়। এই ঘটনা ১১ নভেম্বর রাতে। সেখান থেকে আর দেহ তোলার চেষ্টা হয়নি। পুলিশকে টানা দু’দিন ভুল বোঝানোর পর, শেষে জেরায় ভেঙে পড়ে সোনালী। প্রেমিক-সহ সোনালীকে গ্রেফতার করে শুক্রবার আদালতে তোলা হয়েছে।

Related articles

আনন্দ বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস! তীব্র নিশানা কুণালের, রাজভবন যাচ্ছে চোপড়ার স্বজনহারা পরিবার

সি ভি আনন্দ বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস। গত বছর ফেব্রুয়ারি মাসে উত্তর দিনাজপুরের চোপড়ায় BSF-এর খোঁড়া ড্রেনে মাটি...

বেলাশেষে কুলদীপের স্পিনে চাপমুক্তি, আটকাতে হবে প্রোটিয়াদের বড় রান

গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের(Test) বেলাশেষে খেলায় ফিরল ভারত(India)। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া...

দিনে দুপুরে কসবার গেস্ট হাউস থেকে দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শনিবার দুপুরে কসবার(Kasba) গেস্ট হাউস(Guest House) থেকে দেহ উদ্ধার। কসবার একটি শপিং মলের পিছনের দিকে রাস্তাতে অবস্থিত এই...

ফের মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা! প্রায় ঘণ্টাখানেক ব্যাহত পরিষেবা

সাতদিনে দ্বিতীয়বার। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে (Metro Station) ডাউন লাইনে (Down Line) ফের ঝাঁপ। ৪৫ মিনিট মেট্রো পরিষেবা...
Exit mobile version