Saturday, November 1, 2025

মায়াঙ্কের ব্যাটিং ঝড়ে রানের পাহাড়ে কোহলি ব্রিগেড

Date:

দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। শুধু তাই নয়, ইন্দোরের দ্বিতীয় দিন ভারতীয় ড্রেসিং রুমে বয়ে এনেছে খুশির হাওয়া। সৌজন্যে মায়াঙ্ক আগারওয়াল ও তাঁর একটি নয়, ডবল সেঞ্চুরি। ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার আগে বাংলাদেশের কাছে টস হারে টিম ইন্ডিয়া। কিন্তু টস হারলেও ম্যাচ নিজেদের পকেটে প্রায় পুরে ফেলেছে রবি শাত্রীর শিষ্যরা, তা বলাই যায়। জয় পাওয়া শুধুই সময়ের অপেক্ষা।


প্রথম দিন রোহিত শর্মা সাজঘরে মাত্র ছয় রানে ফিরে যাওয়ার পর থেকেই খেলার রাশ নিজের হাতে ধরে রাখেন মায়াঙ্ক। দ্বিতীয় দিনেও তার অন্যথা হয়নি। এদিন মধ্যাহ্নভোজের বিরতির পর সেঞ্চুরি ও চা বিরতির পর বিকেলের দিকে মায়াঙ্কের ডবল সেঞ্চুরি কার্যত খেলার মান বাড়িয়ে দেয়। ২৮টি চার ও আটটি ছয়ের সাহায্যে নিজের কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরান করে ফেলেন মায়াঙ্ক।

শুধু মায়াঙ্ক নন, তাঁর সঙ্গে পাল্লা দিয়ে ৮৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন অজিঙ্কা রাহানেও। মায়াঙ্কের ব্যাটিং ঝড় থামে ২৪৩ রানে। তবে রবীন্দ্র জকাদেজা দিনের শেষে ৬০ রানে অপরাজিত রয়েছেন। আর উমেশ যাদব রয়েছেন অপজারিত ২৫ রানে। সব মিলিয়ে দ্বিতীয় দিনের শেষে ছয় উইকেট হারিয়ে ভারতের ঝুলিতে রয়েছে ৪৯৩ রান। ৩৪৩ রানে লিড করছেন বিরাটরা। যা বাংলাদেশের জন্য মোটেই সুখবর নয়। এখন তৃতীয় দিনে কী হয়, সেটাই দেখার।

Related articles

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...

কাটছে না সংকট! এখনও ICU-তে ধর্মেন্দ্র

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়ছে অনুরাগীদের। শ্বাসকষ্ট জনিত সমস্যায় শুক্রবার রাতে তাঁকে মুম্বইয়ের...
Exit mobile version