খালে ঢুকে মৃত্যু ডলফিনের, প্রশ্নের মুখে বনদফতর

দেড় দিনের লড়াই শেষ করে খালের জলে বেঘোরে মৃত্যু হল ডলফিনের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। মাছ ধরার জালে জড়িয়েই এই ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন মৎস বিশেষজ্ঞরা। তবে স্থানীয়দের একটাই প্রশ্ন, এলাকায় বনকর্মী এবং পুলিশ থাকার পরও ঠিক সময়ে কেন উদ্ধার করে সমুদ্রে পাঠানো হল না ওই ডলফিনকে? সূত্রের খবর, বৃহস্পতিবার সমুদ্র থেকে খালে উঠে আসে ওই ডলফিনটি। এরপর শনিবার হঠাৎই কালীনগরের নিতুড়িয়ার কাছে খালে ভেসে ওঠে ডলফিনের দেহ। প্রাথমিক তদন্তে অনুমান, খালে বসানো মাছ ধরার জালে ডলফিনের গায়ে আঘাত লাগে, তার জেরেই মৃত্যু হয় এই অবলা প্রাণীর। ডলফিনের দেহে জালের আঘাতের চিহ্নও মিলেছে।

অন্যদিকে স্থানীয়দের একটাই প্রশ্ন, এলাকায় বনকর্মী এবং পুলিশ থাকার পরও ঠিক সময়ে কেন উদ্ধার করে সমুদ্রে পাঠানো হল না ওই ডলফিনকে? গাফিলতির অভিযোগ উঠেছে জেলার বনদফতরের বিরুদ্ধে। অভিযোগে সরব হয়েছে এলাকার বাসিন্দারা। এদিন, বনকর্মীরা ডলফিনের মৃতদেহ উদ্ধার করতে এলে দীর্ঘক্ষণ ডলফিনের দেহ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

মৎস বিশেষজ্ঞ শ্যামসুন্দর দাস জানিয়েছেন, ডলফিন সাধারণত যে পরিবেশে থাকে, তার থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল এই ডলফিনটি। মূলত অক্সিজেনের অভাব, দূষণ, পর্যাপ্ত খাদ্যের অভাবেই মৃত্যু হয়েছে ওই ডলফিনের।

‌