Sunday, August 24, 2025

‘পাকিস্তানের ডিএনএতে রয়েছে সন্ত্রাসবাদ’ পাকিস্তানকে তুলোধোনা ২ ভারতীয় কন্যার

Date:

Share post:

সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে এ ভাবেই পাকিস্তানকে তুলোধনা করল ভারত। প্যারিসে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বৃহস্পতিবার সেখানে ভারতকে এককোণে করার চেষ্টা করে পাকিস্তান। তারই উত্তরে মুখ খুললেন ২ ভারতীয় কন্যা। ইউনেস্কো এবং মার্কিন কংগ্রেসের সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কার্যত তুলোধোনা করলেন ভারতীয় প্রতিনিধি দলের নেত্রী অনন্যা আগরওয়াল এবং সাংবাদিক সুনন্দা বশিষ্ঠ।

এদিন অনন্যা আগরওয়াল বলেন, ‘‘পাকিস্তানের ডিএনএ-র মধ্যেই সন্ত্রাসবাদ রয়েছে। মৌলবাদী চিন্তা ভাবনা ওদের সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে। অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। উন্মাদের মতো আচরণের জন্য আজ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে ওরা।’’

ইউনেস্কোর মতো মঞ্চে দাঁড়িয়েও কাশ্মীর নিয়ে ভারতের প্রতি বিষোদ্‌গার করা নিয়েও পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে অনন্যা বলেন, ‘‘ইউনেস্কোর মঞ্চে দাঁড়িয়েও ভারতের প্রতি বিষোদ্‌গার করছে পাকিস্তান। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এর তীব্র নিন্দা করছি।’’

২০১৮ সালে দুর্বল দেশের তালিকায় ১৪ নম্বরে নাম ছিল পাকিস্তানের। তার পরেও রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তারা যেভাবে ভারত কে অপমান করার জন্য ইউনেস্কো সম্মেলনের মঞ্চ ব্যবহার করছে, তারও তীব্র নিন্দা করেছেন অনন্যা। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মোশারফ ওসামা বিন লাদেন এবং হাক্কানি নেটওয়ার্কেকে পাকিস্তানের হিরো বলে বর্ণনা করেছেন। সেই প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন,” ১৯৪৭ সালের পর থেকে পাকিস্তানে সংখ্যালঘু জনসংখ্যা ২৩ শতাংশ থেকে ৩ শতাংশে নেমে এসেছে। প্রশ্ন তোলার আগে নিজেদের দেশে মানবাধিকার রক্ষার দিকে নজর দেওয়া উচিত পাকিস্তানের।

অন্যদিকে, মার্কিন কংগ্রেসে মানবাধিকার নিয়ে শুনানি চলার সময় কাশ্মীরের প্রসঙ্গ ওঠে। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে সরব হন ভারতীয় সাংবাদিক সুনন্দা বশিষ্ঠ। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘ভারত এক অনন্য গণতান্ত্রিক দেশ। পাঞ্জাব এবং উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সমস্যার মোকাবিলা করেছি। এখন কাশ্মীরের জঙ্গিদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থনের সময় এসেছে।’

সুনন্দা আরও বলেন, ‘ভারত কাশ্মীরের উপর নিয়ন্ত্রণ কায়েম করেনি। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারতের পরিচয় কেবল ৭০ বছরের নয়। ৫ হাজার বছরের পুরনো সভ্যতার ধারক ভারত।’ কাশ্মীরের বিভিন্ন অংশ পাকিস্তান এবং চিনের হাতে রয়েছে। তাই সেখানে গণভোট সম্ভব নয় বলেও দাবি করেছেন তিনি।

spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...