Saturday, November 15, 2025

‘পাকিস্তানের ডিএনএতে রয়েছে সন্ত্রাসবাদ’ পাকিস্তানকে তুলোধোনা ২ ভারতীয় কন্যার

Date:

সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে এ ভাবেই পাকিস্তানকে তুলোধনা করল ভারত। প্যারিসে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বৃহস্পতিবার সেখানে ভারতকে এককোণে করার চেষ্টা করে পাকিস্তান। তারই উত্তরে মুখ খুললেন ২ ভারতীয় কন্যা। ইউনেস্কো এবং মার্কিন কংগ্রেসের সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কার্যত তুলোধোনা করলেন ভারতীয় প্রতিনিধি দলের নেত্রী অনন্যা আগরওয়াল এবং সাংবাদিক সুনন্দা বশিষ্ঠ।

এদিন অনন্যা আগরওয়াল বলেন, ‘‘পাকিস্তানের ডিএনএ-র মধ্যেই সন্ত্রাসবাদ রয়েছে। মৌলবাদী চিন্তা ভাবনা ওদের সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে। অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। উন্মাদের মতো আচরণের জন্য আজ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে ওরা।’’

ইউনেস্কোর মতো মঞ্চে দাঁড়িয়েও কাশ্মীর নিয়ে ভারতের প্রতি বিষোদ্‌গার করা নিয়েও পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে অনন্যা বলেন, ‘‘ইউনেস্কোর মঞ্চে দাঁড়িয়েও ভারতের প্রতি বিষোদ্‌গার করছে পাকিস্তান। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এর তীব্র নিন্দা করছি।’’

২০১৮ সালে দুর্বল দেশের তালিকায় ১৪ নম্বরে নাম ছিল পাকিস্তানের। তার পরেও রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তারা যেভাবে ভারত কে অপমান করার জন্য ইউনেস্কো সম্মেলনের মঞ্চ ব্যবহার করছে, তারও তীব্র নিন্দা করেছেন অনন্যা। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মোশারফ ওসামা বিন লাদেন এবং হাক্কানি নেটওয়ার্কেকে পাকিস্তানের হিরো বলে বর্ণনা করেছেন। সেই প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন,” ১৯৪৭ সালের পর থেকে পাকিস্তানে সংখ্যালঘু জনসংখ্যা ২৩ শতাংশ থেকে ৩ শতাংশে নেমে এসেছে। প্রশ্ন তোলার আগে নিজেদের দেশে মানবাধিকার রক্ষার দিকে নজর দেওয়া উচিত পাকিস্তানের।

অন্যদিকে, মার্কিন কংগ্রেসে মানবাধিকার নিয়ে শুনানি চলার সময় কাশ্মীরের প্রসঙ্গ ওঠে। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে সরব হন ভারতীয় সাংবাদিক সুনন্দা বশিষ্ঠ। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘ভারত এক অনন্য গণতান্ত্রিক দেশ। পাঞ্জাব এবং উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সমস্যার মোকাবিলা করেছি। এখন কাশ্মীরের জঙ্গিদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থনের সময় এসেছে।’

সুনন্দা আরও বলেন, ‘ভারত কাশ্মীরের উপর নিয়ন্ত্রণ কায়েম করেনি। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারতের পরিচয় কেবল ৭০ বছরের নয়। ৫ হাজার বছরের পুরনো সভ্যতার ধারক ভারত।’ কাশ্মীরের বিভিন্ন অংশ পাকিস্তান এবং চিনের হাতে রয়েছে। তাই সেখানে গণভোট সম্ভব নয় বলেও দাবি করেছেন তিনি।

Related articles

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...
Exit mobile version