Monday, November 17, 2025

এই প্রথম কলকাতায় হবে আইপিএলের নিলাম। আগামী ১৯ ডিসেম্বর তিলোত্তমার বুকে দল সাজাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। কিন্তু তার আগে কলকাতা নাইট রাইডার্স ঘটিয়ে ফেলল এক অদ্ভূত কাণ্ড। একজন বা দু’জন নয়, একেবারে দশজন ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর।

কেকেআরের হাতে এখন রয়েছে ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। সেই দিয়েই ২০২০ আইপিএলের জন্য দল সাজাতে হবে কিং খানকে। যদিও এরই মধ্যে ট্রেড উইন্ডোর মাধ্যমে মুম্বইয়ের সিদ্ধার্থ ল্যাডকে নিজেদের দলে টেনে নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। তবে তার মধ্যে আগের করধুমে খেলা ১০ জন ক্রিকেটারকে ছেড়ে সিল নাইট শিবির।

গতবার নিলামে ক্রিস লিনকে সব থেকে দাম দিয়ে কিনেছিল কলকাতা। ৯.৬ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। এবার তাঁকেই ছেড়ে দিল কলকাতা।

কার্লোস ব্রেথওয়েইট, রবীন উথাপ্পা, পীযুস চাওলা, নিখিল নায়েক, কেসি কারিয়াপ্পা, জো ডেনলি, শ্রীকান্ত মুন্দে, ইয়ারা পৃথ্বীরাজ ও আনরিচ নরজেকে ছেড়ে দিল কেকেআর। দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুলদীপ যাদব, শুভমান গিল, লকি ফার্গুসন, নীতিশ রানা, রিঙ্কু সিং, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ ওয়ারিয়ার, হ্যারি গার্নে, কমলেশ নাগারকোটি এবং শিভাম মাভিকে দলে রিটেইন করা হয়েছে। এই ক্রিকেটারদের রিটেন করতে কেকেআরের ইতিমধ্যে খরচ হয়েছে ৪৯.৩৫ কোটি টাকা। হাতে রয়েছে আর ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। যা কি না ১৯ ডিসেম্বর নিলামে খরচ করবে কলকাতা।

নিয়ম অনুযায়ী, আইপিএল ২০২০-র জন্য স্কোয়াড গঠনে ৮৫ কোটি টাকা খরচ করতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সর্বাধিক ২৫ জন ক্রিকেটার নিয়ে দল গঠন করতে পারবে তারা। কেকেআর এবার ১৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। অধিনায়ক থাকছেন দীনেশ কার্তিকই। তবে দশজন যাঁদের ছেড়ে দিয়েছেন, তাঁদের পরিবর্তে নাইট সংসারে কারা আসবেন, এখন সেটাই দেখার।

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version