Tuesday, November 18, 2025

ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। তালিকায় রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর মতো হেভিওয়েট মন্ত্রীদের নাম। পাশাপাশি, দফতর বদল হতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়েরও। দফতরবিহীন 2 মন্ত্রীও ফের দায়িত্ব পেতে পারেন বলে নবান্ন সূত্রে খবর।

এখন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতর রয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের হাতে। সঙ্গে ছিল পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরও। এই দফতরটি এ বার তাঁর থেকে নিয়ে শান্তিরাম মাহতকে দেওয়া হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। বলরামপুরের বিধায়ক শান্তিরাম মাহতর হাত থেকে দফতর সরিয়ে তাঁকে দফতর বিহীন মন্ত্রী করে রেখেছিলেন মুখ্যমন্ত্রী। শান্তিরামের মতো বিনয়কৃষ্ণ বর্মণকেও এতদিন দফতর বিহীন করে রেখেছিলেন তিনি।
এবার শান্তিরাম আবার পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হতে চলেছেন বলে খবর। সুব্রত মুখোপাধ্যায়ের হাত থেকে একটি দফতর যাচ্ছে, তবে একটি নতুন দফতর তাঁর হাতে আসতে পারে। শোভনদেব চট্টোপাধ্যায়ের থেকে অচিরাচরিত শক্তি দফতর নিয়ে সুব্রতর হাতে দিয়ে দেওয়া হতে পারে।
রাজীব বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী হতে পারেন। কারণ, এতদিন তিনি যে দফতর সামলাচ্ছিলেন, সেই অনগ্রসর শ্রেণি কল্যাণের দায়িত্ব পেতে পারেন বিনয়কৃষ্ণ বর্মণ।
দফতর বদল হতে পারে ব্রাত্য বসুরও। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দফতরের পাশাপাশি বন দফতরও সামলাচ্ছিলেন তিনি। কিন্তু সেটা তাঁর হাত থেকে সরাতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সোমবার সকালেই জারি হতে পারে নোটিফিকেশন।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version