আমেরিকার বুকে বিক্রি হচ্ছে ভারতে তৈরি ঘুঁটে অর্থাৎ গোবর কেক

খোদ আমেরিকায় বিক্রি হচ্ছে ঘুঁটে, অর্থাৎ গোবর কেক। তাও আবার যেখানে সেখানে নয় খোদ নিউ জার্সিতে। অনলাইন ফ্লিপকার্ট-এ নাকি এই গোবর কেক পাওয়া যাচ্ছিল বলে খবর ছিল। এবার নিউজার্সির একটি দোকানে বিক্রি হতে দেখলেন এক বাঙালি, নাম সমর হালদার। আর সেই ছবি পোস্ট করে খবর দিয়েছে আম বাঙালিকে।

প্যাকেটে বড় বড় করে লেখা রয়েছে হাতে তৈরি গোবরের কেক, এবং এটি একমাত্র ধর্মীয় কাজে ব্যবহার হবে। সঙ্গে এটাও লেখা হয়েছে এটি ভারত থেকে আসা একটি প্রোডাক্ট। আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা আবার বিদেশি গরুর চেয়ে দেশি গরুকেই বিশ্বাস করেন। তাই দেশ থেকে আসা ঘুঁটে কিনছেন দেদার। দেশের মানুষের খুব অল্প সংখ্যকই অনলাইনে বেশ কিছুদিন ধরে শুরু করে দিয়েছেন ঘুঁটে কেনা। গ্রামের মানুষের কেউ কেউ এখনও ঘুটে ব্যবহার করলেও শহরাঞ্চলে ব্যবহার কার্যত শেষ হয়ে গিয়েছে ফলে এখন পুজোর যাগযজ্ঞের জন্যই এটির ব্যবহার টিকে রয়েছে।

Previous articleজেএনইউ-তে আন্দোলনের জেরে গ্রেফতার ঐশি সহ ১৫০ পড়ুয়া
Next articleনুসরতকে নিয়ে গুজবে তিতিবিরক্ত পরিবার