Monday, November 10, 2025

শোভন-রত্না বিচ্ছেদ মামলার শুনানি স্থগিতের অনুরোধ

Date:

Share post:

শুনানির প্রক্রিয়ায় আপত্তি। সেই কারণে আপাতত স্থগিত প্রাক্তন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তাঁর স্ত্রী রত্নার বিবাহ-বিচ্ছেদের মামলার শুনানি। জেলা বিচারক রাই চট্টোপাধ্যায় লিখিত অনুরোধ জানিয়েছেন আলিপুরের অতিরিক্ত দায়রা বিচারক পুষ্পল শতপথীকে।

সূত্রের খবর, শোভন চট্টোপধ্যায়ের আইনজীবী বিচারক শতপথীর এজলাসের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তুলে হলফনামা জমা দিয়েছেন। বিবাহ-বিচ্ছেদের মামলার প্রশ্নোত্তর পর্বে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীর পক্ষের কৌঁসুলিরা তাঁকে নানা ধরনের প্রশ্ন করেন। এই বিষয়ে তিনি জবাবদিহিও করেন। কিন্তু শোভনের অভিযোগ, তাঁর বক্তব্য যথাযথ ভাবে নথিভুক্ত করছেন না বিচারকক্ষের স্টেনোগ্রাফার।

এমনকী, ওই মামলায় কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিয়েছিল, বিচারক শতপথী তা মানছেন না বলেও অভিযোগ তুলেছেন শোভন। সেই কারণে মামলাটি অন্য বিচারকের এজলাসে সরানোর আবেদন জানান তিনি। ৩ অক্টোবর সেই বিষয়ে হলফনামা জমা দেওয়া হয়। এরপরে পুজোর ছুটি পড়ে যায়। ৩০ অক্টোবর ফের হলফনামা খতিয়ে দেখেন জেলা বিচারক। তারপরেই মামলার শুনানি স্থগিত রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত দায়রা বিচারককে অনুরোধ করেন রাই চট্টোপাধ্যায়। আলিপুর আদালত সূত্রে খবর, শোভনের অভিযোগের শুনানি আগে হবে। বিবাহ-বিচ্ছেদের মামলা অন্য বিচারকের এজলাসে স্থানান্তরিত করা হবে কি না, তা ঠিক হবে ওই শুনানির পরে। সেই কারণে আপাতত শোভন-রত্না বিবাহ-বিচ্ছেদ মামলার শুনানি স্থগিত।

spot_img

Related articles

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...