উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অস্ত্রোপচার হয়েছে। কোচবিহার থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে রবিবার এসএসকেএম হাসপাতালে আনা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রবীন্দ্রনাথবাবুর হার্ট ব্লক হয়েছিল। অ্যাঞ্জিওগ্রাম করার পর ধরা পড়ে। তারপরেই দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত হয়। সোমবার তাঁর অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচারের পর মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর কথা হয়। সারাদিনই অরূপ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, খবর নিয়েছেন। অস্ত্রোপচার সফল হয়েছে একথা শুনেই কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানে কর্মীসভায় রবীন্দ্রনাথকে বহু পুরনো কর্মী, কাছের কর্মী বলে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-নুসরত গুরুতর অসুস্থ, কিন্তু এসব কী রটছে?
