নুসরত জাহানের অসুস্থতা নিয়ে এতরকম রটনা চলছে, তাতে তিতিবিরক্ত তাঁর পরিবার। কোনো একটি কারণ নিয়ে তিনি হাসপাতালে যেতে বাধ্য হন। তারপরেই রটে যায় হাসপাতাল থানায় খবর দেয়। তাই থেকে রটনা বাড়ে। হাসপাতাল কী বলেছে বা আদৌ বলেছে কি না, তা স্পষ্ট নয়। তবে গুজবের ঠেলায় পরিবার নাজেহাল। একটি সূত্র বলছে, নুসরত তো এখন ভালোই আছেন।