বেহাল নিকাশির অভিযোগে পথে বিজেপি

চুঁচুড়া পুরসভার কাপাসডাঙার ৮নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশির অভিযোগে বিক্ষোভ মিছিল করল বিজেপি। সকাল ১১টা নাগাদ চুঁচুড়ার শরৎসরণি থেকে মিছিল করেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই কাপাসডাঙার দুটি রাস্তায় নিকাশির সমস্যা রয়েছে। নোংরা জল রাস্তায় জমে থাকে। বিজেপি নেতা দেবায়ন মজুমদার বলেন, আগেও এসব বিষয় চুঁচুড়া পুরসভায় স্মারকলিপি দিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও কাজ না হওয়ায় এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হয়। অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দলনে যাওয়ার হুমকিও দিয়েছে বিজেপি।

আরও পড়ুন-শোভন-রত্না বিচ্ছেদ মামলার শুনানি স্থগিতের অনুরোধ