ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের ঝটিকা সফরে মালদায় যাচ্ছেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে গঙ্গারামপুর থেকে মালদহ যাবেন। পুরাতন মালদহের গৌড় ভবনে রাতে থাকবেন। সেখানে জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই জন্য তোড়জোড়ও শুরু হয়েছে। সূত্রের খবর, মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার উদ্বোধন, বিভিন্ন প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি, একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

মালদহ শহরের ৩৪ নম্বর জাতীয় সড়ক, মালদহ কলেজ অডিটোরিয়াম থেকে শুরু করে নদী পথেও চলছে কড়া নিরাপত্তা। এছাড়াও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য অন্য জেলা থেকে নিরাপত্তা রক্ষীদের নিয়ে আসা হচ্ছে মালদহে।
