এ যেন আসল মোহনবাগানের মেয়ে! বিয়ের আসরে চমক

পাত্র কট্টর ইস্টবেঙ্গল সমর্থক।
পাত্রী হাওড়ার গোঁড়া মোহনবাগান পরিবার।

বিয়ের আসরে জমজমাট ফুটবল উত্তাপ। একেবারে অভিনব।

পাত্র অর্কদ্যুতি রায়ের ইস্টবেঙ্গলপ্রীতির কথা জেনে বিয়ের আসরে মোহনবাগানি সজ্জার আয়োজন করেছিলেন পাত্রী অভিসা চট্টোপাধ্যায়ের বাড়ির তরুণতুর্কীরা।

মোহনবাগান লোগো, ফ্লেক্স এবং বিবাহোত্তর মোহনবাগানি হইলাম ঘোষণাপত্রও। এমনকি উপহারেও মোহনবাগানি মোড়ক।

ভরসন্ধেয় বিয়ে শেষ হওয়ার পর থেকেই টানাপোড়েন। লালহলুদ পাঞ্জাবি পরা পাত্র ঐ সজ্জার সামনে যেতে নারাজ। পাত্রীর অনুরোধও ব্যর্থ।

শেষে রাতের দিকে হাজির হন আরেক কট্টর মোহনবাগানি সাংবাদিক কুণাল ঘোষ। তখন আর পাত্রের জোর খাটে নি। সবুজ মেরুণ চালচিত্রে যেতে হয় পাত্রকে। ফটো শুটে বাড়তি দাবি ওঠে “জয় মোহনবাগান” শ্লোগান তুলতে হবে। পাত্রীও সরব। তখন হেসে গলা মেলান পাত্রও। ঘরোয়া বিয়ের পরিবেশে তখন ময়দানের গ্যালারির আবহাওয়া।

বিয়ের আসরে মোহনবাগান ইস্টবেঙ্গলের টানাপোড়েন এযাবৎকালে এই প্রথম।

কনে অভিসার বক্তব্য,” আমরা মোহনবাগান। আমাদের অনুষ্ঠানে পাল তোলা নৌকো থাকবে না?”

আরও পড়ুন-নয়া স্বাস্থ্য বীমা প্রকল্প এনে মোদি সরকারের চমক

 

Previous articleগোলাপি বিপ্লবে শামির পরিকল্পনা কী, তা জেনে নিন
Next articleকাশ্মীরে নিহত পাঁচ শ্রমিকের বাড়িতে মুখ্যমন্ত্রী, দিলেন সাহায্য