গোলাপি বিপ্লবে শামির পরিকল্পনা কী, তা জেনে নিন

বাংলার পেসার মহম্মদ শামি নিজের বোলিং জাদু দেখিয়েছেন ইন্দোরে। এবার ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে ঐতিহাসিক দিন-রাতের টেস্টে গোলাপি বিপ্লব ঘটানোর পালা। সেই যুদ্ধের জন্য তৈরিও বিরাট বাহিনী। তবে তা নিয়ে  মহম্মদ শামির পরিকল্পনা কী? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন বাংলার এই ফাস্ট বোলার। বলের লেন্থকে বদলে বিপক্ষকে কুপোকাত করে দেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

ইন্দোরে দুর্দান্ত ফর্মে থেকে বিপক্ষের ব্যাটিং লাইনআপ ছারখার করে দিয়েছেন শামি। প্রথম ইনিংসে ২৭ রানের পরিবর্তে তিনটি উইকেট নেন। বছরের অন্যতম সফল এই ভারতীয় বোলার আগামী ২২ নভেম্বর থেকে শুরু হওয়া দিন-রাতের টেস্টের জন্য নিজের খেলাটাই খেলতে চান। শামির কথায়, ‘বোলারদের উইকেটের ওপর নজর থাকে। পিচের ওপর নির্ভর করছে সব বিষয়টি। যখনই বিপক্ষের ব্যাটসম্যানরা অস্বচ্ছন্দ হবে তখনই আঘাত হানব।’

মঙ্গলবার শহরে পা রেখেছেন বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। দলের বাকি সদস্যরাও ঐদিন শহরে পৌঁছে যান।

আরও পড়ুন-গোলাপি বলে টেস্ট খেলার স্বপ্নে বিভোর রাহানে

Previous articleকরিমপুর উপনির্বাচনের প্রচারে তৃণমূলকে জোর টক্কর দিচ্ছে বিজেপি
Next articleএ যেন আসল মোহনবাগানের মেয়ে! বিয়ের আসরে চমক