ঠিকানা C/O ফুটপাথ! একবারে প্রথম বড় পরীক্ষার বাধা টপকাল প্রিয়া

ঠিকানা C/O ফুটপাথ। একবারে জীবনের প্রথম বড় পরীক্ষার বাধা টপকে গেল প্রিয়া প্রামাণিক (Priya Pramanik)। পরিবারের ন্যূনতম রোজগার নেই। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ অঞ্চলে ফুটপাথেই (Footpath) থাকে সে। মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। নেশায় আসক্ত বাবা। এই পরিস্থিতিতে ২১৯ নম্বর পেয়ে এবার প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাস করল প্রিয়া।



কালীধন ইনস্টিটিউশনের ছাত্রী প্রিয়া। রাস্তার ধারে দোকানে বাসন মাজত। কাজের সঙ্গেই লেখাপড়া চালাত। এই পরিস্থিতিতে রামধনু ফাউন্ডেশন মিত্রবিন্দা ঘোষের নজরে পড়ে প্রিয়া (Priya Pramanik)। পথ শিশুদের বিনামূল্যে শিক্ষা দেয় রামধনু। মাধ্যমিকের আগে মিত্রবিন্দা ও অন্তরিপা বণিক ফুটপাথে বসেই ঘণ্টার পর ঘণ্টা প্রিয়াকে পড়িয়েছেন। প্রথমবারেই মাধ্যমিক পাস করবে- ভাবতে পারেনি সে। এরপর আর্টস নিয়ে পড়ার ইচ্ছে প্রিয়ার। ‘বিশ্ববাংলা সংবাদ’-এর পক্ষ থেকে প্রিয়ার জন্য অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।






Previous articleনজিরবিহীন! রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলতেই শাস্তির মুখে চন্দ্রিমা, বড় পদক্ষেপ রাজভবনের
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ