Thursday, August 21, 2025

গতির হেরফেরে যাত্রার সময় কমছে কলকাতা-শিলিগুড়ির। কেন না ডিজেলের পরিবর্তে এখন দূরপাল্লার ট্রেনগুলি চলবে ইলেকট্রিক ইঞ্জিনে। এনজেপি–শিয়ালদহ ট্রেন এবার সময় লাগবে ৯–১০ ঘণ্টা। যা এতদিন লাগত ১১–১২ ঘণ্টা। চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই হাওড়া ও শিয়ালদহ থেকে ইলেকট্রিক ইঞ্জিনে চলবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। বুধবার, পরীক্ষামূলক ভাবে গুঞ্জরিয়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলানো হয় বৈদ্যুতিক ইঞ্জিন। ইতিমধ্যেই শিয়ালদহ থেকে মালদহ পর্যন্ত লাইনের বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে। সেই পথে ট্রেন চলাচলও করেছে। কাটিহার থেকে এবার জুড়তে চলেছে নিউ জলপাইগুড়ি। সরাসরি এবার বৈদ্যুতিক লাইনের মাধ্যমে যুক্ত হচ্ছে শিয়ালদহ-এনজেপি। শীঘ্রই গুয়াহাটি থেকে এনজেপি হয়ে শিয়ালদহ ও কাটিহার পর্যন্ত বৈদ্যুতিক ইঞ্জিন চালানো হবে বলে রেল সূত্রে খবর।

রেলের তরফে জানা গেল, আরও নতুন কিছু ট্রেন চলাচল শুরু করবে এই রুটে। বুধবার, পরীক্ষামূলক ভাবে একটি ইলেকট্রিক ইঞ্জিন চালানো হয়। সেটি উত্তর দিনাজপুরের গুঞ্জরিয়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছয়। এবার দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস–সহ অন্য ট্রেনগুলিও ইলেকট্রিক ইঞ্জিনের মাধ্যমে চলবে। উত্তর–পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই দূরপাল্লার ট্রেনগুলি চালানো হবে ইলেকট্রিক ইঞ্জিনে। ২০২০ সালের মার্চ মাসের মধ্যে উত্তর–পূর্ব সীমান্ত রেলের ৬ হাজার ২৪২ কিমি রেলপথের ৫০ শতাংশেরও বেশি বৈদ্যুতিকরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

ইতিমধ্যে এনজেপি-তে প্ল্যাটফর্ম শেডের উচ্চতা বাড়ানো হয়েছে। এনএফ রেলওয়ের কাটিহার ডিভিশনের ৩১৫ কিলোমিটার রেলপথের বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে। এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত এই কাজে ৭০০ কোটি টাকা রেল খরচ করেছে। অগাস্টে এনজেপি পর্যন্ত কাজ শেষ হয়েছে। এরজেরে উত্তরবঙ্গে যাতায়াতে সুবিধা হল বলে জানিয়েছে রেলওয়ে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version