এবার দাম কমবে পেঁয়াজের?

এবারে কি পেঁয়াজের দাম কমবে? কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্ত তেমনি ধারণা অর্থনীতিবিদদের। বিদেশ থেকে ১.২ লক্ষ টন পেঁয়াজ আমদানি করতে চলেছে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দাম কমাতে সরকারি-বেসরকারি আমদানি নীতিতেও ছাড় দিয়েছে সরকার। এই মুহূর্তে সারা দেশে পেঁয়াজের দাম গড়ে ৬০টাকা কেজি। যদিও কিছু কিছু জায়গায় ৮০ টাকাতেও বিক্রি হচ্ছে। ২০১৯-২০ আর্থিক বছরে খরিফ শস্য উৎপাদন ২৬% হ্রাস পাওয়ার কারণেই এই চড়া দাম। গত বছর এই সময় পেঁয়াজের দাম ছিল ২৩ টাকা প্রতি কেজি। দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ব্যবসায়ীদের মজুতের উপরও লাগাম দেওয়া হয়েছে।

Previous articleন’বছরের জিনিয়াস
Next articleভিক্টোরিয়া চত্বর থেকে বড়লাটদের মূর্তি সরাতে চায় কেন্দ্র