Sunday, November 16, 2025

রাজ্যপালের কাছে ২৩ তারিখেই তিন দলের প্রতিনিধি, জানালেন সঞ্জয় রাউত

Date:

সদ্য জোট গড়া শিবসেনা, NCP ও কংগ্রেস প্রতিনিধিরা সরকার গঠনের জন্য আগামী ২৩ নভেম্বর রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করতে যাবেন। বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্যই দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সম্ভবত ২৪ অথবা ২৫ নভেম্বর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি হতে চলেছে। শিবসেনা, NCP ও কংগ্রেসের দ্বিতীয়বারের যৌথ বৈঠক সম্পন্ন হওয়ার পরেই এই সরকার গঠনের ইতিবাচক খবরটি দেন সঞ্জয় রাউত। এদিন সাংবাদিকদের তিনি বলেন, বৃহস্পতিবার সকালেই ঠিক হয়ে গিয়েছিল নভেম্বর মাসের মধ্যে সরকার গড়তে চলেছে শিবসেনা,NCP, কংগ্রেস জোট। শনিবার তিন দলের বিধায়কদের সই করা চিঠি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে।

আগামী দু-তিনদিনের মধ্যেই সরকার গঠনের কাজ শুরু হয়ে যাবে।

এদিকে আগামী ৩০ নভেম্বর ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ। ৩০ তারিখের আগেই মহারাষ্ট্রে সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, এমনটাই দাবি করলেন NCP -র মুখপাত্র নবাব মালিক। সূত্রের খবর, ৫ বছরের মুখ্যমন্ত্রী’র পদ, আড়াই- আড়াই করে ভাগাভাগি হচ্ছে শিবসেনা ও NCP-র মধ্যে। প্রথম আড়াই বছরের জন্য কে মুখ্যমন্ত্রী হচ্ছেন না এখনও ঠিক হয়নি। রাউতের দাবি, মহারাষ্ট্রবাসী ও শিবসৈনিকরা উদ্ধব ঠাকরেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।

এদিকে মহারাষ্ট্রের কৃষকদের দুরবস্থার কথা জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার দেখা করেছেন NCP প্রধান শরদ পাওয়ার। এদিকে এদিনের বৈঠকের পরেই অনেকে বলতে শুরু করেছেন মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট বেঁধে NCP সরকার গড়তে চলেছে।

মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 105টি। কংগ্রেস ৪৪টি, NCP ৫৪টি আসন এবং শিবসেনা ৫৬টি আসন পেয়েছে। এককভাবে কোনও দলেরই সরকার গড়ার ক্ষমতা নেই৷ ওদিকে ম্যাজিক ফিগার ছুঁতে বিজেপিকে শুধুমাত্র যে কোনও একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে হবে।

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version